সিলেট৭১নিউজ ডেস্ক::কক্সবাজারের পেকুয়া উপজেলায় দুটি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৬৬টি চোরাই মোবাইল সেট জব্দ করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় চোরাই মোবাইল কেনাবেচায় জড়িত থাকার অপরাধে তিন ভাইকে আটক করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পেকুয়ার টইটং বাজারের ‘রক সেইড স্টুডিও’ ও এসডি সিটি সেন্টারের ২য় তলায় অবস্থিত ‘দি টাচ টেক’ নামক দুটি দোকানে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পূর্ব টইটং গ্রামের মৃত মৌলভী আবুল হোসেনের তিন ছেলে মোহাম্মদ হোসাইন, দেলোয়ার হোসাইন ও দিদার হোসাইন।
কক্সবাজার ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পেকুয়া ও টইটং বাজারের দুটি দোকানে নিয়মিত চোরাই মোবাইল বিকিকিনি চলছে– এমন তথ্যের ভিত্তিতে শনিবার কক্সবাজার ডিবি পুলিশের সদস্যরা দুদলে ভাগ হয়ে একই সময়ে টইটং ও পেকুয়াবাজারে অভিযান চালায়।
একই পরিবারের দুটি ভিন্ন নামের দোকান থেকে নানা ব্র্যান্ডের ৬৬টি চোরাই মোবাইল সেট জব্দ করে ডিবি পুলিশ। এ সময় চোরাই মোবাইল বেচাকেনার অপরাধে তিন ভাইকেও আটক করা হয়।
তিনি আরও জানান, আটকদের কক্সবাজার ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সহযোগী অনেকের নাম জানিয়েছেন। সেগুলো যাচাই করা হচ্ছে। পেকুয়া থানায় মামলার পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।