সমবায়ের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে ১৯৭২ সাল থেকে প্রতিবছর পালিত হয়ে আসছে জাতীয় সমবায় দিবস । এবারে এ দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন।’ জাতীয় সমবায় দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে আয়োজিত সভায় বক্তারা বলেন, সমবায় সমিতি কোনো সাধারণ প্রতিষ্ঠান নয়, এটি এমন একটি জনকল্যাণ ও উন্নয়নমূলক আর্থ-সামাজিক প্রতিষ্ঠান, যার মাধ্যমে গণতন্ত্র, অর্থনীতি, সম্মিলিত কর্মপ্রচেষ্টা, উৎপাদানের কর্মযজ্ঞ, সদস্যদের অর্থনৈতিক অবস্থার উন্নতির প্রয়াস, সর্বোপরি সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন হয়।
বক্তারা আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমবায় ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরের ক্ষেত্রে সমবায়ের ভূমিকা অপরিসীম। তারা উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার ক্ষেত্রে সমবায়ের অন্তর্নিহিত শক্তির অপরিহার্যতা প্রমাণ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানান।।
সিলেট জেলা সমবায় অফিসের উদ্যোগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে গতকাল সকাল ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।