April 24, 2024, 4:03 pm

সংবাদ শিরোনাম :
জমির ধান নষ্ট করে দিলো প্রতিপক্ষ: দিশেহারা কৃষক সিলেটে ইট ভাটা নিয়ে নজিরবিহীন কেঙ্ককারী বিশ্ব গাজায় হত্যাকাণ্ড প্রত্যক্ষ করছে, বন্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না : প্রধানমন্ত্রী সুজানগর ইসলামী সমাজকল্যাণ পরিষদের কমিটি গঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাওলানা লুৎফুর রহমানের মৃত্যু ”গুজব সংবাদ ফেসবুকে” বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বিজিবির নিয়ন্ত্রণে পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিতে হবে সচিবদের :প্রধানমন্ত্রীর বইমেলা বাঙালি জাতিসত্তা দাঁড় করাতে সহায়ক : কবি নুরুল হুদা দুর্নীতি-অনিয়ম র অভিযোগে ডৌবাড়ী প্রবাসী কল্যাণ ট্রাস্টের ৪ সদস্য বহিষ্কারের অভিযোগ ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোয়াইনঘাটের শীর্ষ কুখ্যাত চোরাকারবারী কালা মিয়া বিছানাকান্দি সীমান্তে অবৈধ পথে ঢুকছে ভারতীয় গরু :নেপথ্যে গোলাম হোসেন! বাদাঘাট মসজিদে ৫ লাখ টাকার অনুদান দিলেন সেলিম আহমদ এমপি রতনের আশীর্বাদ : যাদুকাটা গিলে খাচ্ছে রতন-মঞ্জু গোয়াইনঘাটে স্কুলের নামে প্রবাসীর জমি দখল গোয়াইনঘাটে এক শিবির নেতার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ  সিলেটে শেখ হাসিনার প্রথম সফর স্মরণ করে আবহবিচ’র দু’আ মাহফিল শেখ হাসিনার সিলেট শুভাগমণের ৪৩ বছর সোমবার সিলেটে বীর মুক্তিযোদ্ধা ফারুক এমপির আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় উপদেষ্টা নির্বাচিত সুনামগঞ্জের গোলাম আজম তালুকদার দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মোখা:‘পরিস্থিতি বুঝে’ এসএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচনের ৪ দিন আগে নতুন যে প্রতিশ্রুতি দিলেন এরদোগান উত্তাল পাকিস্তান, প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা জাহাঙ্গীরের মনোনয়নপত্র বৈধ বলার সুযোগ নেই আমি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ ঘটত না: ট্রাম্প কী হচ্ছে, আর কী হবে তা সময়ই বলে দেবে: অপু বিশ্বাস সুদান থেকে ফিরলেন আরও ৫১ বাংলাদেশি
সিলেটে নারী নির্যাতন রিরোধী বিট পুলিশিং সমাবেশ

সিলেটে নারী নির্যাতন রিরোধী বিট পুলিশিং সমাবেশ

Please Share This Post in Your Social Media

লিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। নারী নির্যাতনের মতো পৈশাচিক ও ঘৃণ্য অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। নারী নির্যাতন প্রতিরোধ এবং এরকম ঘৃণ্য অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ভুক্তভোগীসহ সচেতন মানুষদের নিজ নিজ বিট অফিসারদের মোবাইল নাম্বার এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ তথ্য দেওয়ার জন্য তিনি অনুরোধ জানান। গতকাল শনিবার বাংলাদেশ পুলিশের উদ্যোগে বিট এলাকায় ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশেপ্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারা দেশের মতো সিলেটেও বিভিন্ন বিটে সমাবেশ করেছে বাংলাদেশ পুলিশ।

এ উপলক্ষে গতকাল শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের ৬টি থানা এলাকার ৬৮ টি বিটে, সিলেট জেলার ১১টি থানার ইউনিয়ন ও পৌরসভা কার্যালয়ে স্থাপিত ৮৮টি বিট পুলিশিং কার্যালয়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী এ সমাবেশের আয়োজন করা হয়। এছাড়া সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় একই কর্মসূচি পালন করা হয়েছে। সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, স্থানীয় বাসিন্দাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে পুলিশ সদস্যরা তাদের পোশাক পরে অংশ নেন।নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারীবান্ধব দেশ গড়ি বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন প্রভৃতি লেখা ব্যানার-ফেস্টুন হাতে নারী-পুরুষ সমাবেশে অংশ নেন। সিলেট মেট্রোপলিটন পুলিশ॥ বাংলাদেশ পুলিশের উদ্যোগে প্রতিটি বিট এলাকায় ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সংক্রান্ত সমাবেশের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশের ৬টি থানা এলাকার ৬৮টি বিটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার দায়িত্বপ্রাপ্ত অফিসার, এসএমপি র ঊর্ধ্বতন অফিসার, উল্লেখযোগ্য সংখ্যক নারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সমাবেশে অংশগ্রহণকারীরা পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসা এবং সচেতন হওয়ার আহবান জানান।

সিলেট জেলা পুলিশ॥ সিলেট জেলার ১১টি থানায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একযোগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল দশটায় জেলার ১১টি থানার ইউনিয়ন ও পৌরসভা কার্যালয়ে স্থাপিত ৮৮টি বিট পুলিশিং কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপারগণ সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জগণের তত্ত্বাবধানে প্রতিটি বিটের দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ নিজ নিজ বিট পুলিশিং কার্যালয়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী এ সমাবেশের আয়োজন করেন। সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, নারী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীর মানুষ এ সমাবেশে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর বরাত দিয়ে জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধ করতে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের নির্দেশে সারা দেশে একযোগে ধর্ষণ ও নির্যাতন বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলার ১১টি থানার ৮৮টি বিটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওসমানীনগর॥  নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে ওসমানীনগর থানা পুলিশের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল শনিবার উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক, বিট অফিসার এসআই সুজিত চক্রবর্তী, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, আওয়ামী লীগ নেতা শাহ্ নুরুর রহমান সানুর। সমাবেশ শেষে গোয়ালাবাজার এলাকায় একটি র‌্যালী বের করা হয়। এর আগে তাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন।

৭নং ওয়ার্ডের হাজীপাড়া॥ সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা বিট নং-২৫ এর উদ্যোগে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সমাবেশ গতকাল শনিবার দুপুরে নগরীর ৭নং ওয়ার্ডের হাজীপাড়াস্থ জামেয়া মনিরিয়া ইসলামিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয়।সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুহিবুর রহমান ছাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ মোঃ আজবাহার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং বিট নং ২৫ এর অফিসার এস.আই লোকমান হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খান, হাজীপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ মনু মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ খান সায়েক।মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নতুন মসজিদ পঞ্চায়েত কমিটির সহ সভাপতি মানিক মিয়া, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট কমিটির সভাপতি সৈয়দ আবু ফাহিম আজাদ সুমন, এডভোকেট আব্দুল মজিদ খোকা, সমাজসেবী রোটারিয়ান রেবেকা জাহান রোজি, সাবেক মহিলা কাউন্সিলর জেবুন্নাহার শিরিন, অগ্রণী ক্লাব তরুণ সংঘের সভাপতি জহিরুল ইসলাম মিসু, মহানগর যুবলীগের সাবেক সদস্য লাহিন আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিকী প্রমুখ।

দক্ষিণ সুরমার সিলাম॥ দক্ষিণ সুরমার সিলাম চকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত সমাবেশে বিট পুলিশিং সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন এসএমপির মোগলাবাজার থানার সাব ইন্সপেক্টর আনিসুর রহমান, জামাল হোসেন, এএসআই আব্দুল মালেক।চকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান (নুনু)র সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক শাহজাহানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলাম ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি মোঃ মুদাব্বির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোছাব্বির, মাসুকুর রহমান, ইউপি সদস্য আব্দুল আলী, সাদিক মিয়া, এম সারওয়ার হোসেন সৌরভ ।আলোচনায় অংশ নেন- ইছবর আলী, তুরণ মিয়া, আব্দুল মালিক শিরণ, আব্দুল জলিল, শাহ ওলিদুর রহমান, সাদিকা সুলতানা, ইকরাম হোসেন, মোছাঃ পারুল বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালযের শিক্ষার্থী সালমান হোসেন।

এছাড়া, দক্ষিণ সুরমা থানা এলাকার সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সিলেট মহানগর পুলিশের ৩৭ নম্বর বিটের আয়োজনে এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন লাউয়াই জামে মসজিদের মোতাওয়াল্লী সাহাজ মিয়া। শুরুতে সূচনা বক্তব্য রাখেন ৩৭নম্বর বিটের দায়িত্বরত অফিসার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র দত্ত।সহকারী বিট অফিসার এএসআই বকুল আহমদর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাইফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক, স্থানীয় ইউপি সদস্য শরিফ মিয়া, এনাম উদ্দিন, সংরক্ষিত ইউপি সদস্য হোসনে আরা, হাওরবাংলা২৪.কমের সম্পাদক ও প্রকাশক মো. মুন্না মিয়া, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম।আরও বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা নাজমুল ইসলাম খসরু ও স্কুল শিক্ষক রেজাউল হক প্রমুখ।

শাহপরান থানা॥ শাহপরান থানার উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় লোকজন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।শাহপরান (রহ:) থানার বিট-নং ৪৮ এর আওতায় ৪নং খাদিমপাড়া ইউনিয়নের কমিউনিটি পুলিশের সভাপতি এম জামান চৌধুরী তছলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরান (র.) থানার সিনিয়র সহকারী কমিশনার মাইনুল আফসার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি আফছর আহমদ, মহিলা আওয়ামী লীগ সিলেট সদর উপজেলার সাধারণ সম্পাদক ও দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা সদস্য রোটারিয়ান সাহিদা খাতুন তালুকদার। প্রধান শিক্ষক সঞ্জয় কুমার নাথের পরিচালনায় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

১৮নং ওয়ার্ড॥ নগরীর ১৮নং ওয়ার্ডে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে কোতোয়ালী থানার ১৩নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।নগরের ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি লায়ন সাজুওয়ান আহমদ এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম আলকাছের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কোতোয়ালী থানায় এসি নির্মলেন্দু চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুরাদ খান, সাইফুল আলম সিদ্দিকী, এডভোকেট বাপ্পি, মোহাইমিন চৌধুরী বাপ্পি, ইঞ্জিনিয়ার আলী আশরাফ মামুন, সালেহ আহমদ মুন্না, মালেক আহমদ, মো: গিয়াস উদ্দিন, নাজমুছ সাকিব, ফরিদ আহমদ, আখতার হোসেন, তাজুল আহমদ সুমন, মোহাম্মদ মান্না, লাল মিয়া প্রমুখ। ইসলামগঞ্জ বাজার॥ জালালাবাদ থানাধীন শিবেরবাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় ইসলামগঞ্জ বাজারস্থ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা যুবলীগ নেতা মো. ওবায়দুল্লার ইসহাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ থানার ওসি তদন্ত শাহিন মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুবেদ খাঁন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফারুক খাঁন, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম মুজিব (সাবেক মেম্বার)। ৬নং ওয়ার্ডের সদস্য মন্তাকা আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১নং জালালাবাদ ইউপির ১নং ওয়ার্ড সদস্য কয়েস আহমদ, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মুজাহিদ আলী, ৩নং ওয়ার্ড সদস্য মানিক মিয়া, ৪নং ওয়ার্ড সদস্য কমর আলী, ৫নং ওয়ার্ড সদস্য শরীফ আলী, ৭নং ওয়ার্ড সদস্য শফিক আহমদ, ৮নং ওয়ার্ড সাবেক সদস্য জইন উদ্দীন, ৯নং ওয়ার্ড সদস্য মানিক মিয়া, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মহিলা সদস্য কুলসুমা বেগম, কালারুকা মিসবাহুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মওলানা খলিলুর রহমান, তৈইবুর রহমান, জমির আলী (সাবেক মেম্বার), বিশিষ্ট মুরুব্বি আব্দল করিম, শফিক আলী, মনু মিয়া, মুক্তিযোদ্ধা আশখ আলী, মুক্তিযোদ্ধা বুরহান উদ্দিন, আবুল আলী, কাবিল আহমদ, সাবেক মেম্বার ইসলাম উদ্দিন, লাহিন আহমদ, মইনুল ইসলাম, আশিক আলী, হেলাল আহমদ প্রমুখ।

কোম্পানীগঞ্জ॥ কোম্পানীগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে’ এই স্লোগানে গতকাল শনিবার সকালে ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুলের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিট পুলিশ অফিসার এস আই মোস্তাক আহমদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) আমিনুল ইসলাম।সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক আক্তার হোসেন তালুকদার, ইউপি সচিব নাসির উদ্দিন, সহকারী শিক্ষক সৈয়দুজ্জামান ও শফিকুল ইসলাম, নভাগী বাহাদুরপুর মার্কাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি তাওফিক আহমদ, ইউপি সদস্য বিলাল মিয়া, ইউপি সদস্য আলী হোসেন, মহিলা সদস্য নূরুন নাহার, উদ্যোক্তা সোহেল আহমদ, সিরাজুল ইসলাম, ফারুক আহমদ ফালু ও গ্রাম আদালত সহকারী ইকবাল হোসেন প্রমুখ।

মোগলাবাজার থানা॥ সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানা বিট নং-৬০ এর উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় গোটাটিকরস্থ একটি সেন্টারে এই সমাবেশের আয়োজন করা হয়।সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আজম খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটিএসবির সহকারী পুলিশ কমিশনার সাইদুর রহমান।২৭ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গোটাটিকর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী সাইস্তা মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, অধ্যক্ষ আমিরুল আলম খান দুলাল, হাজী তুরন মিয়া, এসআই আব্দুর রহিম, এসআই আব্দুল জলিল, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, এডভোকেট প্রতাপ চন্দ্র নাথ, আলাউর রহমান লয়লু, জুয়েল আহমদ, আব্দুল মতিন চৌধুরী, শমসের সিরাজ সুহেল, বিলাল আহমদ, মোস্তাক খান, আব্দুস সালাম উজ্জল, বিনেশ কর দুলু, গিয়াস উদ্দিন, জামাল আহমদ, এনামুর রহমান, শওকত আলী, জয়নাল আহমদ জানু, ফয়ছল মাহমুদ মগনি, ফজলুল হক, আজিজুর রহমান, উজ্জ্বল রঞ্জন চন্দ্র, কবির আহমদ, এনাম আহমদ, বাবুল আহমদ, আব্দুল কাদির, ঝন্টু বাবু, মদন ঠাকুর, আব্দুল মুমিন বাচ্চু, আবিদ উদ্দিন প্রমুখ।





Calendar

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  



  1. © সর্বস্বত্ব সংরক্ষিত © 2017 sylhet71news.com
Design BY Sylhet Hosting
sylhet71newsbd