সিলেট:: সিলেটের জৈন্তপুরের সারিঘাট থেকে বাশকল উচ্ছেদ করায় ও ঘরটি তালাবদ্ধ করে পুলিশের নিয়ন্ত্রনে নিয়ে যাওয়ায় জেলা ট্রাক মালিক গ্রæপ এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ডাকা ৭২ ঘন্টার পণ্য পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে বৈঠকে দাবী মেনে নেওয়ায় ট্রাক মালিক-শ্রমিকরা ধর্মঘটটি প্রত্যাহার করে নেন।
জানা যায়, সিলেটের জৈন্তাপুরের সারিঘাট নামক স্থানে বাশকল বসিয়ে রয়েলিটির নামে হাইওয়ে রোডে চাঁদাবাজির প্রতিবাদে সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপ এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন প্রথমে শুধু সিলেট-তামাবিল সড়কে ৭২ঘন্টার ট্রাক ধর্মঘটের ডাকদেন। পরে আরো ৪৮ঘন্টা ধর্মঘট বৃদ্ধি করা হয়।
২২ আগস্ট শনিবার সিলেট বিভাগীয় পরিবহণ মালিক-শ্রমিকদের নিয়ে রোববার সকাল থেকে সিলেট জেলায় ৭২ ঘন্টার পণ্য পরিবহণ ধর্মঘটের ডাক দেন। ধর্মঘটের প্রথম দিনেই বিকেলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আহবানে বৈঠকে বসেন ট্রাক মালিক গ্রæপ ও ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের একটি প্রতিনিধি দল। প্রশাসনের কাছে তাদের ন্যায্য দাবী তোলে ধরেন নেতৃবৃন্দ। প্রশাসন বাশকল নিয়ে তাদের কঠোরতা, বাশকল উচ্ছেদ ও টাকা আদায়ের ঘরটি তালাবদ্ধ করে রাখার কথা মালিক-শ্রমিককে অবগত করেন। পাশাপশি রাস্তায় আর কোন বাশকল বসাতে দেওয়া হবে না বলে মালিক-শ্রমিককে আশ^স্থ করলে পণ্য পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয়। এ সময় মালিক-শ্রমিক প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, সাধারণ সম্পাদক আমীর উদ্দিন ও জেলা ট্রাক মালিক গ্রæপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ।
এরপর নেতৃবৃন্দ জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভা করে এক লাইভের মাধ্যমে সকল শাখা কমিটি’সহ সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে অবগত করেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ জুবের আহমদ, সহ সম্পাদক আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমদ, প্রচার সম্পাদক মোঃ সামাদ রহমান, দফতর সম্পাদক বাবুল হোসেন, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, সদস্য শরীফ আহমদ, আলী আহমদ আলী, আব্দুল জলিল, আব্দুল মতিন ভিআইপি, বিলাল আহমদ, জলিল মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক নিখিল চন্দ্র দাস, সাবেক সহ সভাপতি হাসমত আলী হাসু, ট্রাক মালিক গ্রæপ সদস্য আনা মিয়া, তোফায়েল আহমদ রাব্বি, শাহীন আলী, ট্রাক শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি কাউছার আহমদ, সহ সভাপতি জুমায়েল ইসলাম জুমেল প্রমুখ।