সিলেট: সিলেট নগরের সওদাগরটুলায় ট্রাকের নিচে চাপা পড়ে এক পার্টেক্স শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) ভোর ৬টায় সওদাগরটুলা হারুন পার্টিকেল স্টোরের পার্টেক্স দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম (৩৫) এর বাড়ি সুনামগঞ্জের ভাটিপাড়া এলাকায়।
বর্তমানে নিহতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জানা যায়, রোববার ভোর ৬টার দিকে হারুন পার্টিকেল স্টোরের পার্টেক্স সামগ্রী ট্রাকে দোকানের সামনে আসে। মালামাল নামাতে গিয়ে এর নিচে চাপা পড়ে নাজমুল গুরুতর আহত হন। আহত নাজমূলকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে তিনি মারা যান।
লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির কোতোয়ালী থানার এসআই নিশু লাল দে। তিনি বলেন, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।