দক্ষিণ সুরমা প্রতিনিধি:: দক্ষিণ সুরমায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হযছে। আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ -২০২০ এর এবারের প্রতিপাদ্য বিষয ছিল মাতৃদুগ্ধদানে সহাযতা করুণ- স্বাস্থ্যকর পৃথিবী গডুন।
আলোচনা সভায প্রধান আলোচকের আলোচনা করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মঈনুল আহসান।
আলোনা সভায বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের বিভিন্ন বিষয় উপস্হাপন করেন দক্ষিণ সুরমা উপজেলা এফ. আই. ভি. ডি. পি. সূচনার নিউট্রিশন অফিসার শেখ তাওহীদা রহমান।
আলোচনা সভায বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রুবাইযা আহমদ, এইস আই সাইকুল ইসলাম, সিনিযর স্টাফ নার্স শিপা বেগম, দক্ষিণ সুরমা উপজেলা এফ. আই. ভি. ডি. পি. সূচনার দাউদপুর ইউনিযনের ফিল্ড ফ্যাসিলিটেটর শামীমা বেগম।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা পূর্ব এক র্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা প্রদক্ষিন করে।
আলোচনা সভা ও র্যালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।