সিলেট: সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার (৮ আগষ্ট) বিকেল ৩টার দিকে সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাফি আহমদ (১৮) হাওয়াপাড়া এলাকার আলাউদ্দিনের পুত্র। দুর্ঘটনায় তার সাথে থাকা শাহ আলম (২০) নামের আরেকজন আহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ।
জানা যায়, নিহত রাফি ও আহত শাহ আলম ফ্রিজের মেকানিক ছিলেন। তারা জালালাবাদ এয়ার কন্ডিশন নামে একটি দোকানে কাজ করতেন। মোটরসাইকেল যোগে তারা ফ্রিজের যন্ত্রপাতি নিয়ে রিকাবীবাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-হ-১৪-৩৭৪৩) মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলও দুমড়ে মুছড়ে যায় এবং তারা গুরুতর আহত হন। স্থানীয়রা ইট বোঝাই ঢাকা মেট্রো হ-১৪-৩৭৪৩ জব্দ করে।