দক্ষিণ সুরমা উপজেলা তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, ধরাধরপুর সমাজ কল্যাণ সমিতির সভাপতি ও ধরাধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, ধরাধরপুর নিবাসী খলিলুর রহমান গত ৬আগষ্ট রাত ১২.৩৫মিনিটে সিলেট নগরির একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী দুই ছেলে, চার মেয়ে সহ অসংখ্যগুণিগ্রাহী রেখে গেছেন।
মরহুম খলিলুর রহমান এর জানাজার শুক্রবার ২টায় পশ্চিম ধরাধরপুর বাগের বাড়ি শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন উত্তর ধরাধরপুর দারুস সালাম জামে মসজিদের ইমাম মাওলানা জিহাদুর রহমান। জানাজার পূর্বে মরহুমের জীবন ও কর্ম উল্লেখ্য করে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের পিপি, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য, সাবেক চেয়ারম্যান মঈনুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান হাজী রইছ আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, সিলেট চেম্বার অব কর্মাস ইন্ডাষ্টিজ এর পরিচালক হুমায়ুন আহমদ, আওয়ামীলীগ নেতা মাসুকুর রহমান, হাজী আতিকুর রহমান, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, যুগ্ম সম্পাদক সুজন উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ব্যবসায়ী জিয়াউল ইসলাম, হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল আহাদ, আরকুম শাহ (রঃ) মাজার পরিচালনার কমিটির সভাপতি ছুরুক আহমদ চৌধুরী, সেক্রেটারী হারুনুর রশীদ, আকব্র আলী মেম্বার, হাজী জয়নাল আহমদ, ইকবাল আহমদ, পরিবহন শ্রমিক নেতা রুনু মিয়া, ইমরান আহমদ ঝুনু, রেফারী আক্কাছ উদ্দিন আক্কাই, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল উদ্দিন রাসেল, জামাল আহমদ, আব্দুল আহাদ, মরহুমের পুত্র আতাউর রহমান, আলী আছকর, যুবদল নেতা মকছুদুল করীম নুহেল, মুয়িদ আহমদ, ফারুক আহমদ, গফ্ফার মিয়া, আওয়ামলীগ নেতা তোফায়েল আহমদ চৌধুরী, ছাত্রলীগ নেতা খালেদ আহমদ চৌধুরী, কালাম হোসেন, আবু বক্কর শাওন, যুবলীগ নেতা হোসেন মিনহাজ, নিজামুর রহমান নিজাম, লিটন খান, লয়লু মিয়া, সমছুল ইসলাম, ছাত্রলীগ নেতা নিজাম আহমদ, বদরুল আলম তুহিন, ফখরুল ইসলাম বাদল, প্রজন্ম স্পোর্টস এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি রুহুল আমীন, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সাংগটনিক সম্পাদক কামরান আহমদ প্রমুখ।
জানাজা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।