নিজস্ব প্রতিবেদক :: হারভেস্ট প্লাস বাংলাদেশের সিবিসি প্রজেক্টের আওতায় এফআইভিডিবি’র উদ্যোগে জিংক ধান ব্রি ধান ৮৪ শীর্ষক মাঠ দিবস পালন করা হয়েছে। ২৮জুলাই মঙ্গলবার দুপুরে সিলেট সদর উপজেলার দখরী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
কৃষক মোঃ সুরুজ আলীর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারভেস্ট প্লাস বাংলাদেশের কৃষি গবেষণা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মো: সাইফুল ইসলাম। যুবনেতা নজরুল ইসলাম এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফআইভিডিবি’র প্রোগ্রাম অফিসার সৈয়দ রাকিব। সভায় স্থানীয় কৃষক, ব্যবসায়ী সহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে স্থানীয় কৃষকদের মধ্যে কোভিড-১৯ কীট বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।