হাজী জসিম উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রমজান উপলক্ষে লন্ডন প্রবাসী হাজী নূর মিয়ার পরিবারের অথার্য়নে দেড় শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ২০এপ্রিল সোমবার দুপুরে ওসমানী নগর উপজেলার ২নং সাদিপুর ইউনিয়নয়ের পূর্ব মোবারকপুর গ্রামে ট্রাস্ট প্রাঙনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্তিত ছিলেন হাজী জসিউদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের পৃষ্টপৃষক,বালাগঞ-ওসমানীনগর প্রবাসী এডুকেশন ট্রাস্টের আজীবন সদস্য হাজী নূর মিয়ার সভাপত্বিতে বিতরণী অনুষ্টানে উপস্তিত ছিলেন, ব্যবসায়ী হাজী জাকির হোসেন,দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দপ্তরও পাঠাগার সম্পাদক শরীফ আহমদ,মুরব্বি ইরাব উল্লাহ,মজলু মিয়া, আব্দুল গনি,আব্দুল আহাদ,গৌছ মিয়া,শাহ সামছুল,শুভ আহমদ প্রমুখ। হাজী জসিম উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে চাউল,পিয়াজ,আলু,খেজুর সহ ১৫ টি রমজান মাসের নিত্য পণ্য দব্য সামগ্রী বিতরণ করা