অবশেষে সন্ধান মিলেছে সিলেটের করোনা আক্রান্ত সেই যুবকের। সন্ধান পাওয়ার পর তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন (সদর) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে করোনা শনাক্তের পর সোমবার (২০ এপ্রিল) ভোর রাত ৪ টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুশান্ত মহাপাত্র।
এ নিয়ে শহীদ শামসুদ্দিন সদর হাসপাতালে মোট করোনা আক্রান্ত ৪ জন ভর্তি হিসেবে ভর্তি আছেন। নতুন করে করোনা শনাক্ত এ যুবক সিলেট সদর উপজেলার খাদিমনগর এলাকায় শশুর বাড়িতে থেকে টমটম চালাতেন। তার আনুমানিক বয়স ৩০ বছর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এর আগে গতকাল রোববার (১৯ এপ্রিল) রাত ৯ টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার পর তারা করোনা শনাক্ত হয়।
এদিকে করোনা শনাক্তের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে ওই যুবককে পাওয়া যাচ্ছিলো না বলে জানিয়েছিলেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ।