September 21, 2025, 10:05 pm

সংবাদ শিরোনাম :
ব্যবসায়ী আলী হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টায় রিয়াজ মেম্বারের ভাই গ্রেফতার বড়লেখার রাজনীতিতে পরীক্ষিত নেতৃত্ব প্রভাষক ফখরুল ইসলাম বাংলাদেশীদের জন্য দুবাইয়ের গোল্ডেন ভিসা উত্তরা বিমান দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৩৩, হাসপাতালে চিকিৎসাধীন ৫০ : প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আগস্টে নতুন জুলাই সংবিধান আদায়ের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশের ডাক এনসিপির রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু, চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে ৩ মাইলস্টোন ট্র্যাজেডি: শিশুর লাশে ভরে গেল ক্যাম্পাস, ২৫ জন আশঙ্কাজনক সিলেট মহানগরীর ১৪নং ওয়ার্ডে তালামীয ইসলামিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি সাংবাদিকের উপরে মিথ্যা মামলা কোম্পানীগঞ্জে ফ্যাসিস্টের দোসরদের পুণর্বাসন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে বিএনপি নেতার উপর হামলা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার শুরু কুলাউড়ায় বিএসএফের গুলি, বাংলাদেশির লাশ তুলে নিল ভারত মাহি-শাবাব হত্যার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি যুক্তরাজ্যে ছবি ভাইরাল: নবীগঞ্জে ওয়ালিদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ কুলাউড়া সীমান্তে আবারও পুশইন, ১৪ জন আটক ওসমানী হাসপাতালে সাবেক মন্ত্রী ইমরান আহমদ সিলেট সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে আটক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ছাত্রশিবিরের কোরআন কুইজে হিন্দু শিক্ষার্থীর বিজয় সারা দেশে গণজমায়েতের ডাক এনসিপির প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেয়া হবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের আপিল শুনানি শেষ, রায় ২৭ মে এম.সি কলেজ তালামীযের কাউন্সিল সম্পন্ন সিলেটে এবার বিষ্ফোরক আইনে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা স্বেচ্ছাসেবকদল নেতা মিজানকে জড়িয়ে অপপ্রচারের নিন্দা ও হুমকিদাতাকে গ্রেফতারের দাবি সিলেটে সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠ সহকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: ষড়যন্ত্রমূলক দাবি পরিবারের সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত দিরাইয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৬ ফেঞ্চুগঞ্জ সড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ক্ষণজন্মা এক ব্যক্তিত্ব আল্লামা ফুলতলী (রহ:)-মুহাম্মদ শামসুল ইসলাম সাদিক

ক্ষণজন্মা এক ব্যক্তিত্ব আল্লামা ফুলতলী (রহ:)-মুহাম্মদ শামসুল ইসলাম সাদিক

Please Share This Post in Your Social Media

মুহাম্মদ শামসুল ইসলাম সাদিক:: এদেশে যুগে যুগে, কালে কালে অনেক মহামানবের আগমন-আর্বিভাব ঘটেছে। যারা নিজেদের জীবন বাজী রেখে সৃষ্টিকর্তার মনোনীত ধর্মকে পৃথিবীর বুকে প্রচার-প্রসার করেছেন, উম্মতে মুহাম্মদীকে সত্য সঠিক পথে পরিচালিত করতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। তন্মধ্যে হযরত শাহজালাল, খানজাহান আলী, শাহ মখদুম (রহ:) অন্যতম। তাঁদের বদৌলতে এ অঞ্চলের মানুষ ঈমানের নূরে নূরান্বিত হবার সৌভাগ্য অর্জন করেছেন। যারা রাসুল (সা:)-এর অনুপম আদর্শ নিজেদের মধ্যে লালন করতেন। মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করতেন। সমাজ ও মানবতার কল্যাণে নিজেদের জীবনকে বিলিয়ে দিতেন। এসব বুযুর্গের আধ্যাত্মিক শক্তির বলেই জাহেলিয়্যাত পরাজিত হয়। স্বর্ণযুগের এসব মনীষীদের মধ্যে উজ্জ্বল নিদর্শন পাওয়া যায় বিশিষ্ট সংগঠক, সমাজ সেবক, কবি, পীর ও বীর ভারতীয় উপমহাদেশের আধ্যাত্মিক সম্রাট শামসুল উলামা আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ:)। যিনি বাল্য কালেই দ্বীনি শিক্ষা অর্জন করার পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষার প্রতি অনুরাগী ছিলেন। কেবল গতানুগতিক আলেম বা পীরের মতো কাজ করেননি। তিনি আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দেগী, তসবিহ তাহলিল, জিকির মুরাকাবার পাশাপাশি সৃষ্টির সেবা ইবাদতের ন্যায় বিশেষ গুরুত্ব দিতেন। এজন্য তাঁর অবদান তাঁর চলে যাওয়ার পরেও পত্র-পল্লবে বিকশিত হচ্ছে। শুধু তাই নয়, তাঁর কিরাত পদ্ধতির ফলে সৃষ্ট লাখো ছাত্র, দ্বীনি উচ্চ শিক্ষার মাধ্যমে তৈরি শত সহস্র শিষ্য ও আধ্যাত্মিক দীক্ষাপ্রাপ্ত অসংখ্য মুরিদ ছাড়াও তাঁর রয়েছে ঔরসজাত নেক সন্তান। যা একজন মানুষের পরকালীন অব্যাহত মর্যাদা বৃদ্ধির অন্যতম কারণ হয়ে থাকে। এদিক দিয়ে আল্লামা ফুলতলী (রহ:) অনন্য।
আল্লামা ফুলতলী (রহ:) ইসলাম ও মুসলমানের স্বার্থে সময়ে সময়ে গড়ে তুলেছেন জাগরণী আন্দোলন, ইসলাম বিরোধী কার্যকলাপ দেখলেই ফেটে পড়েছেন বিক্ষোভে। শাসক-শোষকের বিরুদ্ধে বীর বিক্রমে গড়ে তুলেছেন সংগ্রামী দূর্গ। দেশ, জাতি ও ধর্মের দুর্যোগময় মুহূর্তে তিনি কখনো নীরব থাকেননি। আল্লামা ফুলতলী (রহ:)-এ দেশের মুসলমানদের ধর্মীয় ও সামাজিক জীবনে নানাবিধ সংষ্কার সাধন, তাদের আত্মিক পরিশুদ্ধি, মানবিক মূল্যবোধ জাগ্রত করণ, সর্বোপরি ইসলামের সঠিক আকীদা বিশ্বাস অনুযায়ী জীবন গঠনে তাঁর জীবনী উত্তম দৃষ্টান্ত। স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম ও মুসলিম বিরোধী কোন আক্রমণ হলে তিনি ঘরে বসে থাকতেন না বরং জানমাল দিয়ে সংগ্রামে ঝাপিয়ে পড়তেন। বুশ-ব্লেয়াররা ইরাক আক্রমণ করলে যুদ্ধ বিরোধী এক মহা-সমাবেশে আল্লামা ফুলতলী (রহ:) বলেছিলেন-‘মানুষের মধ্যে যুদ্ধ বাঁধে একমাত্র ধন ও সম্মান নিয়ে। ইরাক আমেরিকার সম্পদ আত্মসাৎ করেনি কিংবা তার সম্মানে আঘাতও হানেনি। কারণ ছাড়া একমাত্র পশুই যুদ্ধ করতে পারে। কোন মানুষ কারণ ছাড়া যুদ্ধ করতে পারেনা। তিনি প্রশ্ন রাখেন ইরাকে হামলা করে মার্কিন প্রেসিডেন্ট আসলে পশু না মানুষের পরিচয় দিতে চান’। (তথ্যসূত্র: দৈনিক ইনকিলাব- ১৬/৩/২০০৩)। হযরত শাহজালাল (রহ:)-এর মাজারে বোমা হামলার প্রতিবাদে আয়োজিত মহা-সমাবেশে আল্লামা ফুলতলী (রহ:) বলেন-‘বিচার বিভাগীয় তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আল্লাহর ওলীর পবিত্র প্রাঙ্গণকে কলংকিত করার প্রচেষ্টা মোকাবেলায় আমি আমার জীবন উৎসর্গ করতে প্রস্তুত রয়েছি। তিনি বলেন, সরকারের কোন মন্ত্রী কিংবা উচ্চ পদস্থ কোন সরকারি কর্মকর্তার বাসায় এ ধরনের হামলা হলে সরকারের তোড়জোড়ের শেষ থাকতো না। অথচ যার প্রচেষ্টায় সিলেট তথা ভারতীয় উপমহাদেশে মুসলমানরা বীরদর্পে নিজেদের পরিচয় প্রকাশ করতে সমর্থ হয়েছে সেই আধ্যাত্মিক সম্রাট শাহজালাল (রহ:)-এর দরগাহ প্রাঙ্গণে বোমা হামলায় সরকারের ভূমিকা হতাশাজনক’ (তথ্যসূত্র: দৈনিক সিলেটের ডাক ও দৈনিক জালালাবাদ : ২৪/১/২০০৪)।
বিগত জোট সরকার মাদরাসার ফাজিল-কামিলকে ডিগ্রী ও মাস্টার্সের মান দেয়ার নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদরাসার ফাজিল-কামিলকে ন্যস্ত করে মাদরাসা শিক্ষার স্বকীয়তা বিনষ্ট করার চক্রান্ত করেছিল। তখন আল্লামা ফুলতলী (রহ:)-এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে তারই অধীনে ফাজিল-কামিলকে ডিগ্রী ও মাস্টার্সের সমমান দেয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আল্লামা ফুলতলী (রহ:) বিগত ১৫ই সেপ্টেম্বর ২০০৬ সালে পাঁচ শতাধিক গাড়ির বহর নিয়ে সিলেট থেকে ঢাকা অভিমুখে লংমার্চ করেন। এ ঘটনাটি দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করে, জোট সরকারের ভিত নড়ে যায়। ফলে তৎকালীন সরকার মাদরাসার ফাজিল-কামিলকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যাস্ত করতে বাধ্য হয়। পরবর্তী সরকার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। বর্তমানে মাদরাসার ছাত্ররা ফাজিল-কামিল পাশ করে ডিগ্রী ও মাস্টার্সের যে মান পাচ্ছেন তা আল্লামা ফুলতলী (রহ:)-এর আন্দোলনের ফসল।
আল্লামা ফুলতলী (রহ:) জীবনে তাঁর ধন-সম্পদ গরীব-দুঃখীর মধ্যে অকাতরে বিলিয়ে দিয়েছেন। শত শত সমাজ সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি কোনো দিনই কারো কাছে বিনিময় চাননি এবং নিজেকে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দেয়ার চেষ্টাও করেননি। বরং তিনি অতিসাধারণভাবে জীবন যাপন করতেন। আল্লামা ফুলতলী (রহ:) নিজেই বলেছেন-‘আমি কোন সময়ই কোন সরকারের সঙ্গে যাইনি। পাকিস্তান আমলে দেওয়ান বাছিত সাহেব আমাকে মন্ত্রী করারও চেষ্টা করেন। কিন্তু ‘আমি বলেছি- সিটে বসলে দেবতা আর সিট থেকে নামলে ডোরাসাপ। আমাকে দিয়ে এমনটি হবেনা।’ আল্লামা ফুলতলী (রহ:) বৃটিশ বিরোধী আন্দোলনের মধ্যদিয়ে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। বৃটিশ বেনিয়া বিতাড়ন এবং মুসলমানদের অধিকার রক্ষার জন্য ‘জমিয়তে উলামায়ে হিন্দ’ প্রতিষ্ঠিত হলে আল্লামা ফুলতলী (রহ:) জমিয়তের পক্ষ থেকে রাজনৈতিক কর্মসূচি পালনসহ বৃটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। জমিয়তের গায়ে কংগ্রেসের ছোয়া অনুভূত হলে বিশেষ করে জমিয়ত নেতা দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা হুসাইন আহমদ মাদানী (রহ:) দ্বিজাতি তত্ত্বের বিপক্ষে অবস্থান করলে  আল্লামা ফুলতলী (রহ:) তখনই ঘোষণা দিয়ে জমিয়ত ত্যাগ করেন।
১৯৫০ সালে ভারতের আসাম প্রাদেশিক সরকার ‘মুসলিম এডুকেশন বোর্ড’ বিলুপ্তির অধ্যাদেশ জারি করলে আল্লামা ফুলতলী (রহ:) প্রতিবাদ জানিয়ে আমরণ সংগ্রামের ডাক দেন। তাঁর প্রতিবাদ-প্রতিরোধ সহ্য করতে না পেরে তৎকালীন আসাম সরকার আল্লামা ফুলতলী (রহ:) উপর গ্রেফতারি পরওয়ানা জারি করে। এমনকি পরবর্তীতে দেখামাত্র গুলি করার নির্দেশ দেয়। ১৯৫৪ সালে পাকিস্তান আমলে যুক্তফ্রন্ট নির্বাচনে নেজামে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আল্লামা ফুলতলী (রহ:)’র অবদান অত্যন্ত প্রশংসিত। পাকিস্তানি সেনারা হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলের উপর যখন অত্যাচারের স্ট্রিম রোলার চালাচ্ছিল তখন এসব অসহায় জনগণের মধ্যে অবিভাবকের দায়িত্ব পালন করেছিলেন আল্লামা ফুলতলী (রহ:)। নির্যাতন-নিপিড়ন, গণহত্যা বন্ধ করার জন্য আল্লামা ফুলতলী (রহ:) পাক-সেনাদের প্রতি বারবার ‘খবরদার’ বলে তাদেরকে ধমক দিয়েছিলেন। মুক্তিযুদ্ধে আল্লামা ফুলতলী (রহ:)-এর অবদান সম্পর্কে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি ওসমানী বলেছেন-‘উনি যদি সে সময় সিলেটে না থাকতেন তাহলে হাজার হাজার মা বোনের লাশ নদীতে ভাসতো।
মানুষ দুনিয়া জীবনে ক্ষণস্থায়ী। কিন্তু ‘কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় নিলেও তাঁরা মানুষের অন্তরে বেঁচে থাকেন যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তরে। তাঁদের স্মৃতি-মহিমা কখনো ক্ষয় হয় না, লয় হয় না। আল্লামা ফুলতলী (রহ.) ছিলেন এক আদর্শ মহাপুরুষ। ২০০৮ সালের ১৫ জানুয়ারি রাত ২টার দিকে বিদায় নেন নশ্বর পৃথিবী থেকে এই ক্ষণজন্মা মনীষী। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর এ ওলীর দরজাকে বুলন্দ করে দিন এবং তাঁর সকল খিদমতগুলোকে সমৃদ্ধ করে দিন। আমিন।
লেখক: প্রাবন্ধিক





Calendar

September 2025
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  



  1. © সর্বস্বত্ব সংরক্ষিত © 2017 sylhet71news.com
Design BY Sylhet Hosting
sylhet71newsbd