May 20, 2024, 8:01 am

সংবাদ শিরোনাম :
সিলেট মহানগর যুবলীগের ৪ নং ওয়ার্ড কমিটি গঠন”সভাপতি পদে শাকিল নির্বাচিত চোরাচালান লাইনম্যান রুবেল আহমদ বেপরোয়া জমির ধান নষ্ট করে দিলো প্রতিপক্ষ: দিশেহারা কৃষক সিলেটে ইট ভাটা নিয়ে নজিরবিহীন কেঙ্ককারী বিশ্ব গাজায় হত্যাকাণ্ড প্রত্যক্ষ করছে, বন্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না : প্রধানমন্ত্রী সুজানগর ইসলামী সমাজকল্যাণ পরিষদের কমিটি গঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাওলানা লুৎফুর রহমানের মৃত্যু ”গুজব সংবাদ ফেসবুকে” বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বিজিবির নিয়ন্ত্রণে পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিতে হবে সচিবদের :প্রধানমন্ত্রীর বইমেলা বাঙালি জাতিসত্তা দাঁড় করাতে সহায়ক : কবি নুরুল হুদা দুর্নীতি-অনিয়ম র অভিযোগে ডৌবাড়ী প্রবাসী কল্যাণ ট্রাস্টের ৪ সদস্য বহিষ্কারের অভিযোগ ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোয়াইনঘাটের শীর্ষ কুখ্যাত চোরাকারবারী কালা মিয়া বিছানাকান্দি সীমান্তে অবৈধ পথে ঢুকছে ভারতীয় গরু :নেপথ্যে গোলাম হোসেন! বাদাঘাট মসজিদে ৫ লাখ টাকার অনুদান দিলেন সেলিম আহমদ এমপি রতনের আশীর্বাদ : যাদুকাটা গিলে খাচ্ছে রতন-মঞ্জু গোয়াইনঘাটে স্কুলের নামে প্রবাসীর জমি দখল গোয়াইনঘাটে এক শিবির নেতার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ  সিলেটে শেখ হাসিনার প্রথম সফর স্মরণ করে আবহবিচ’র দু’আ মাহফিল শেখ হাসিনার সিলেট শুভাগমণের ৪৩ বছর সোমবার সিলেটে বীর মুক্তিযোদ্ধা ফারুক এমপির আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় উপদেষ্টা নির্বাচিত সুনামগঞ্জের গোলাম আজম তালুকদার দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মোখা:‘পরিস্থিতি বুঝে’ এসএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচনের ৪ দিন আগে নতুন যে প্রতিশ্রুতি দিলেন এরদোগান উত্তাল পাকিস্তান, প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা জাহাঙ্গীরের মনোনয়নপত্র বৈধ বলার সুযোগ নেই আমি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ ঘটত না: ট্রাম্প
পেঁয়াজ কারসাজিতে চিহ্নিত ৩৪১ প্রতিষ্ঠান, ৪৬টিকে তলব

পেঁয়াজ কারসাজিতে চিহ্নিত ৩৪১ প্রতিষ্ঠান, ৪৬টিকে তলব

Please Share This Post in Your Social Media

সরকারের নানামুখি পদক্ষেপেও লাগাম টেনে ধরা যাচ্ছে না পেঁয়াজের বাজারের। দেশীয় পেঁয়াজ উৎপাদন এখনও সেভাবে না হওয়ায় আমদানির উপর নির্ভর করতে হচ্ছে সাধারণ মানুষকে।

প্রায় পাঁচ মাস আগে ভারতীয় পেঁয়াজ বন্ধ করে দেয়ার পর এ সংকট দেখা দেয়। সংকট নিরসনে সরকার নানামুখি উদ্যোগ নেয়। মিয়ানমারের পাশাপাশি তুরস্ক, মিশর ও পাকিস্তান থেকে আমদানি করা হয় পেঁয়াজ। তারপরও, নিয়ন্ত্রণে আসেনি পেঁয়াজের ঝাঁজ।

একে পুঁজি করে কৃত্রিম সংকট তৈরি করে আমাদানিকারকরা। ফলে গত দেড় মাসে নিত্যপণ্যটির ঊর্ধ্বমূল্যে পুরো বাজারের চিত্রই পাল্টে গেছে। বিরাজ করছে এক ধরনের অস্থিরতা।

একশ্রেণির কারবারি পেঁয়াজের এই আক্রার বাজারকে কাজে লাগিয়ে কৌশলে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মাঠপর্যায় থেকে পাওয়া তথ্য এটি।

পেঁয়াজের এমন নৈরাজ্যের সঙ্গে জড়িত ৩৪১টি আমদানিক কারক প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বোর্ডের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে এসব প্রতিষ্ঠান কবে, কত দরে, কি পরিমাণ পেঁয়াজ আমদানি করেছে এবং কত দরে বাজারে ছেড়েছে।

এক্ষেত্রে বিস্ময়কর মুনাফার তথ্যাদি পাওয়া গেছে। এগুলো এখন যাচাই-বাছাই করে দেখছেন এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি চিহ্নিত এসব প্রতিষ্ঠানকে একের পর এক তলব করা হচ্ছে।

সে অনুযায়ী আজ সোমবার ১৩টি প্রতিষ্ঠানকে তাদের আমদানি ও বিক্রির কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে। আগামীকাল মঙ্গলবারও তলব করা হয়েছে ৩৩ আমদানিকারক প্রতিষ্ঠানকে।

এনবিআর কর্মকর্তারা বলছেন, অনুসন্ধানে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মূল্য কারসাজির সুনির্দিষ্ট তথ্য মিলবে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে সরকার। প্রয়োজনে অধিকতর অনুসন্ধান ও তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহায়তা নেওয়ার কথাও ভাবা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রের খবর, গত অক্টোবরে ৩২ হাজার টন পেঁয়াজ আমদানি হয়। সে সময় প্রতিকেজি পেঁয়াজের আমদানি মূল্য ছিল ৫২ থেকে ৫৮ টাকায়। কিন্তু সেই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হয়েছে ২৬০ টাকা পর্যন্ত।

ক্রয় আর বিক্রয়মূল্যের মাঝে যে অস্বাভাবিক ব্যবধান, সেই ব্যবধানের বদৌলতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে চক্রটি। পেঁয়াজের মূল্যে কারসাজির এ বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে সরকারের তরফে।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিল, পেঁয়াজের লাগামছাড়া দাম নিয়ন্ত্রণ-তৎপরতার অংশ হিসেবে সারাদেশ থেকে আড়াই হাজার খুচরা ব্যবসায়ীকে শাস্তির আওতায় আনা হয়েছে। কিন্তু যারা উপর মহলের কারবারি, তারা ছিল দৃষ্টি সীমা ছাড়িয়ে। এখন তাদেরই ধরার চেষ্টা করছে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো।

পেঁয়াজের মূল্য কারসাজির সঙ্গে জড়িত বলে রাজস্ব বোর্ডের করা ৩৪১ প্রতিষ্ঠান হলো- টিএম এন্টারপ্রাইজ, দীপা এন্টার প্রাইজ, আরএম এগ্রো, নূর এন্টারপ্রাইজ, বিএইচ ট্রেডিং অ্যান্ড কোম্পানি, জগদীশচন্দ্র রয়, সাজ্জাদ এন্টারপ্রাইজ, একতা শস্যভাণ্ডার, ফুল মোহাম্মাদ ট্রেডার্স, ফারহা এন্টারপ্রাইজ, সুমাইয়া এন্টারপ্রাইজ, হামিদ এন্টারপ্রাইজ, আলী রাইস মিল, খান ট্রেডার্স, এসএম করপোরেশন, রহমান ইমপ্যাক্ট, গোল্ডেন এন্টারপ্রাইজ, রায়হান ট্রেডার্স, সোহা এন্টারপ্রাইজ, মরিয়ম এন্টারপ্রাইজ, নূর এন্টারপ্রাইজ, শামীম এন্টারপ্রাইজ, খান ট্রেডার্স, এম আর ট্রেডার্স, ডিএ এন্টারপ্রাইজ, টাটা ট্রেডার্স, মা এন্টারপ্রাইজ, হুদা ইন্টারন্যাশনাল, সাহা ভাণ্ডার, আরডি এন্টারপ্রাইজ, জেনি এন্টারপ্রাইজ, মাহী অ্যান্ড ব্রাদার্স, মুক্তা এন্টারপ্রাইজ, রায়হান ট্রেডার্স, সাইফুল এন্টারপ্রাইজ, রিজু-রিতু এন্টারপ্রাইজ, জাভেদ অ্যান্ড ব্রাদার্স, আলম অ্যান্ড সন্স, নিউ বড়বাজার শপিংমল, রচনা ট্রেডিং কোম্পানি, এসএস ট্রেডিং, সুপ্তি এন্টারপ্রাইজ, ব্রাদার্স ট্রেড ইন্টারন্যাশনাল, আল মদিনা স্টোর, বিকে ট্রেডার্স, ধ্রুব ফারিহা ট্রেডার্স, সালাহা ট্রেডার্স, ফিরোজ এন্টারপ্রাইজ, শার্প ট্রেডার্স, আলিফ এন্টারপ্রাইজ, মাহী এন্টারপ্রাইজ, রফিক ট্রেডার্স, আমান ক্লথ স্টোর, বড় হাজী ট্রেডার্স, আমি অ্যান্ড সন্স, আশিক এন্টারপ্রাইজ, সৌরভ এন্টারপ্রাইজ, আল্লাহর দান ফুড এজেন্সি, মারিয়া করপোরেশন, স্বপ্ন টেডিং, কবির এন্টারপ্রাইজ, আরআর এন্টারপ্রাইজ, আসমা এন্টারপ্রাইজ, ব্রাদার্স ইমপ্যাক্সট, রাফসান ট্রেডার্স, হাফিজ করপোরেশন, করিম এন্টারপ্রাইজ, হক এন্টারপ্রাইজ, মেজবাহ এন্টারপ্রাইজ, এমএ ট্রেডিং, বিকে ইন্টারন্যাশনাল, এসআর ট্রেডিং, খাদিজা এন্টারপ্রাইজ, এএস ট্রেডার্স, রাইসা এন্টারপ্রাইজ, সততা বাণিজ্যালয়, রাফি ইন্টারন্যাশনাল, চৌধুরী ট্রেডার্স, নিশি এন্টারপ্রাইজ, ইয়াসির ইন্টারন্যাশনাল, একে ট্রেডার্স, কানিত এন্টারপ্রাইজ, স্টার ব্রাদাস, কবির টেডিং, অভি এন্টারপ্রাইজ, বেলাল এন্টারপ্রাইজ, আমির এন্টারপ্রাইজ, মরিয়ম ট্রেডার্স, শীতল এন্টারপ্রাইজ, এজিএমবি ট্রেডার্স, ইউনাইটেড রাইস মিলস, খুশি ইন্টারন্যাশনাল, রূপালী করপোরেশন, নাঈম এন্টারপ্রাইজ, নূর এন্টারপ্রাইজ, আকাশ ট্রেডার্স, এআর এন্টারপ্রাইজ, এশিয়ান ওলে ট্রেডার্স, ধ্রুব ফারিহা ট্রেডার্স, ভীষণ এন্টারপ্রাইজ, সাদিয়া ট্রেডার্স, রফিক ট্রেডার্স, কৃষ্ণ এন্টারপ্রাইজ, সুন্দরবন এন্টারপ্রাইজ, জাকির এন্টারপ্রাইজ, পায়েল অ্যান্ড ব্রাদার্স, এন ইসলাম এন্টারপ্রাইজ, খাদিজা ট্রেডার্স, এমবি ট্রেডিং, এএইচ এন্টারপ্রাইজ, এম হোসেন এন্টারপ্রাইজ, এ রহিম এন্টারপ্রাইজ, মাসুম এন্টারপ্রাইজ, আরবি ট্রেডিং, হিলি শিপিং লাইন, মনির ট্রেডার্স, এমজেড এন্টারপ্রাইজ, আশরাফ এন্টারপ্রাইজ, খান অ্যান্ড সন্স, প্রাইম ট্রেডিং, মহিব ফ্রুট, মামা-ভাগ্নে বাণিজ্য ভাণ্ডার, সাতক্ষীরা এক্সিম লিমিটেড, ইবনুল এন্টারপ্রাইজ, এটিএম ট্রেডার্স, বাবা লোকনাথ এন্টারপ্রাইজ, নীলা ট্রেডিং, হেলাল এন্টারপ্রাইজ, সাদ ইন্টারন্যাশনাল, আর আর এন্টারপ্রাইজ, মাইশা এন্টারপ্রাইজ, এ রহমান এজেন্সি, হক এন্টারপ্রাইজ, ইউসুফ অ্যান্ড সন্স, জাহিদ ট্রেডার্স, ফানিসুর রহমান, মা বাণিজ্যালয়, রাফসান ট্রেডার্স, মুন এন্টারপ্রাইজ, সুমাইয়া সুমি ইন্টারন্যাশনাল, জেএস ট্রেডার্স, এনএস এন্টারপ্রাইজ, বিসমিল্লাহ ট্রেড সেন্টার, এডিএম করপোরেশন, হামিদ এন্টারপ্রাইজ, শোভা এন্টারপ্রাইজ, জান্নাত এন্টারপ্রাইজ, নাহার ট্রেডার্স, বাবু এন্টারপ্রাইজ, এএমআর ট্রেডিং, সুন্দরবন এন্টারপ্রাইজ, জাভেদ এন্টারপ্রাইজ, জামাল স্টোর, মিম এন্টারপ্রাইজ, হাজী আমিরুজ্জামান অ্যান্ড সন্স, রুবেল ট্রেডার্স, মিতা এন্টারপ্রাইজ, হাসান ট্রেডিং, আল মদিনা ট্রেডিং অ্যান্ড কোম্পানি, তাজিন এন্টারপ্রাইজ, এসএস ইন্টারন্যাশনাল, এ হুসাইন ব্রাদার্স, রহিম এন্টারপ্রাইজ, এসকে রাইস মিল, আরকেপি এন্টারপ্রাইজ, নাবিনা ফ্রুটস ইন্টারন্যাশনাল, আবুল বাসার অ্যান্ড সন্স, এফএফ ইন্টারন্যাশনাল, বিসমিল্লাহ বাণিজ্যালয়, বিসমা নূর, সবুজ এন্টারপ্রাইজ, হাজী নূর টেডিং, এশিয়া এন্টারপ্রাইজ, মক্কা এন্টারপ্রাইজ, জাভেদ স্টোর, সালাম অ্যান্ড ব্রাদার্স, এএস এন্টারপ্রাইজ, সুমিত এন্টারপ্রাইজ, এআর ইন্টারন্যাশনাল, তুসি এন্টারপ্রাইজ, মৌ এন্টারপ্রাইজ, সিয়াম ইন্টারন্যাশনাল, রিলায়েন্স এন্টারপ্রাইজ, নাঈম এন্টারপ্রাইজ, মা ট্রেডার্স, মুকুল ট্রেডার্স, কবির অ্যান্ড সন্স, নূর ট্রেডার্স, স্কেল্যান্ড ট্রেড এজেন্ট, আপন ট্রেডার্স, নিশি এন্টারপ্রাইজ, সর্দার ইন্টারন্যাশনাল, এএফ এজেন্সি, সিফাত এন্টারপ্রাইজ, শুক্কুর অ্যান্ড ব্রাদার্স, জেএস টেডিং, এনএস ইন্টারন্যাশনাল, রশিদ এন্টারপ্রাইজ, এমআর ট্রেডিং, রফিক ট্রেডার্স, আতিক এন্টারপ্রাইজ, আরিবা ফারহানা ফ্রুট এজেন্সি, মাস্টার এন্টারপ্রাইজ, সিদ্ধার্থ এন্টারপ্রাইজ, নূর এন্টারপ্রাইজ, তুরাজ এন্টারপ্রাইজ, এএস এন্টারপ্রাইজ, আল্লাহর দান এন্টারপ্রাইজ, রিয়াজ এন্টারপ্রাইজ, ঘোষ ট্রেডিং, নূর এন্টারপ্রাইজ, শাকিল ট্রেডার্স, জিমি এন্টারপ্রাইজ, নাঈম অ্যান্ড নেওয়াজ ব্রাদার্স, শফি এন্টারপ্রাইজ, ইয়াসিন ফিশিং, সেলিম এন্টারপ্রাইজ, সুমাইয়া এন্টারপ্রাইজ, হাকিম ট্রেডার্স, গফর এন্টারপ্রাইজ, কৃষ্ণ সেবাজি ইন্টারন্যাশনাল, মোমিন এন্টারপ্রাইজ, হক অ্যান্ড সন্স, ঘোষ এজেন্সি, সায়েম এন্টারপ্রাইজ, মিম এন্টারপ্রাইজ, এমএনকে সাপ্লায়ার্স, রামিতা বিডি লিমিটেড, আবসার অ্যান্ড ব্রাদার্স, লেনদেন ট্রেড ইন্টারন্যাশনাল, জিহাদ এন্টারপ্রাইজ, সাদিয়া এন্টারপ্রাইজ, এসএম ট্রেডিং, গাজী এন্টারপ্রাইজ, মনিদা এন্টারপ্রাইজ, সায়েম এন্টারপ্রাইজ, এসএন ট্রেডার্স, ত্রিশা এন্টারপ্রাইজ, ইস্ট-ওয়েস্ট ট্রেড এজেন্ট, মিফতাহুল এন্টারপ্রাইজ, জয়েন এন্টারপ্রাইজ, এএফ মেরিন ট্রেড সেন্টার, সাঈদ এন্টারপ্রাইজ, রিজেন্সি ট্রেডিং, হামিম এন্টারপ্রাইজ, মানিক এন্টারপ্রাইজ, নূর ট্রেডার্স, এমএইচ করপোরেশন, মুমতাহা এন্টারপ্রাইজ, আল মদিনা স্টোর, জিন্নাহ অ্যান্ড ব্রাদার্স, কাদের এন্টারপ্রাইজ, জুনায়েদ এন্টারপ্রাইজ, আরএস এন্টারপ্রাইজ, রহমান ট্রেড ইন্টারন্যাশনাল, রুহান এন্টারপ্রাইজ, জনসেবা পয়েন্ট, বিসকিস ট্রেডার্স, পদ্মা এন্টারপ্রাইজ, মদিনা এন্টারপ্রাইজ, আল আকসা ট্রেডিং করপোরেশন, আবু সাঈদ এন্টারপ্রাইজ, মা এন্টারপ্রাইজ, দিদার অয়েল কোম্পানি, আরবি ট্রেডিং, সালেহা এন্টারপ্রাইজ, আরকে এন্টারপ্রাইজ, জাফর এন্টারপ্রাইজ, এনএইচ ইন্টারন্যাশনাল, আনিকা এন্টারপ্রাইজ, মুসাব অ্যান্ড সাদ ব্রাদার্স, আহসান হাবীব এন্টারপ্রাইজ, তাজমহল শপিংমল, জেপি এন্টারপ্রাইজ, সুপার এন্টারপ্রাইজ, ইকবাল অ্যান্ড ব্রাদার্স, এমএম ট্রেডিং করপোরেশন, ইকবাল ট্রেডিং, পিনু এন্টারপ্রাইজ, করিম অ্যান্ড ব্রাদার্স, ঝর্ণা এন্টারপ্রাইজ, রাইহান করপোরেশন, জে টি এন্টারপ্রাইজ, দুলাল এন্টারপ্রাইজ, আলকা এন্টারপ্রাইজ, অপু এন্টারপ্রাইজ, পারভিন এন্টারপ্রাইজ, মামুন ইন্টারন্যাশনাল, রনি এক্সপ্রেস, আবেদিন এন্টারপ্রাইজ, হক ট্রেডার্স, দিলদার বেগম অ্যান্ড ব্রাদার্স, কায়েস এন্টারপ্রাইজ, হামিদ অ্যান্ড ব্রাদার্স, নজরুল অ্যান্ড সন্স, ইউসুফ এন্টারপ্রাইজ, জাহাঙ্গীর এন্টারপ্রাইজ, মিয়া হোসেন অ্যান্ড ব্রাদার্স, মালা এন্টারপ্রাইজ, আলী অ্যান্ড সন্স, শাকিল ট্রেডার্স, মজিবুর এন্টারপ্রাইজ, সোনালী ট্রেড ইন্টারন্যাশনাল, আরএন এন্টারপ্রাইজ, আশরাফ এন্টারপ্রাইজ, মোহাম্মাদ জাহাঙ্গীর ট্রেডার্স, এসটি ট্রেডিং, দ্য ট্রিমস, পলাশ এন্টারপ্রাইজ, উম্মেদ উম্মাহ এক্সপোর্ট, ইমপ্যাক্স ইন্টারন্যাশনাল, হাশেম এন্টারপ্রাইজ, আজাদ ইন্টারন্যাশনাল, সেলিম রাইস মিল, মরিয়ম এন্টারপ্রাইজ, অয়ন এন্টারপ্রাইজ, রেড ডট এন্টারপ্রাইজ, ইএইস এন্টারপ্রাইজ, অরিজিন ইন্টারন্যাশনাল, পায়েল অ্যান্ড ব্রাদার্স, আপন এন্টারপ্রাইজ, আহনাফ এন্টারপ্রাইজ, আহসান মতিনা ফুড, ফ্লাগশিপ ইন্টারন্যাশনাল এবং আরহাম ট্রেডিং।

এদিকে, গতকাল রোববারও রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ টাকায়, পাকিস্তান থেকে আনা পেঁয়াজ নেয়া হচ্ছে ১৯০ টাকা।

সূত্র বলছে, ৩০ টাকায় কেনা পেঁয়াজ কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি করা হচ্ছে দুইশ টাকায়। ফলে, স্বস্তি ফিরছে না সাধারণ মানুষের মাঝে। তবে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আগামী ১০ দিনের মধ্যে পেঁয়াজের দাম কমে আসবে বলে জানিয়েছেন।





Calendar

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031



  1. © সর্বস্বত্ব সংরক্ষিত © 2017 sylhet71news.com
Design BY Sylhet Hosting
sylhet71newsbd