সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩৮ কার্টন সিগারেটের চালান জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে উদ্ধার করা সিগারেট কাস্টমস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে দুবাই থেকে আসা বিজি-৬০১ প্লেনে সিগারেটের চালানটি আসে।
বিমানবন্দর এপিবিএ’র পরিদর্শক দুলাল মিয়া জানান, সিগারেটের চালানটি পার্কিংস্থলে রাখা গাড়িতে উঠানোর সময় জব্দ করা হয়। কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা আইনি ব্যবস্থা নিবে।
বিমানবন্দর কাস্টমস সুপার আজগর আলী জানান, জব্দ করা ২৩৮ কার্টন সিগারেটের মধ্যে ইজি-লাইট ও মন্ড ছিল ১৫৫ কার্টন এবং কালো প্যাকেটে ৮৪ কার্টন ছিল ‘৫৫৫’ সিগারেট। এগুলো কার্বন দিয়ে মোড়ানো ছিল। যে কারণে স্ক্যানারে ধরা পড়েনি। তবে এপিবিএন’র কাছে আগে থেকেই খবর ছিল, সেই কারণে তারা ধরতে পেরেছেন। তিনি বলেন, উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।