সিলেট৭১নিউজ::মেধাবী ছাত্রী নওসীন যাহরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে । সে ২০১৮ সালের ছাতক পৌরসভার কুমনা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ গ্রহণ করে এই সাফল্য অর্জন করেছে । নওসীন কুমনা ভাজনা মহল গ্রামের ব্যবসায়ী হাফিজ আহমদ ও রাহিমা আক্তার এর বড় কন্যা ।
নওসীন বর্তমানে সিলেট নগরীর অগ্রগামী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ালেখা করছে । তার এই সফলতার জন্য সে আল্লাহর শুকরিয়া আদায় ও শিক্ষক বাবা মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে । ভবিষ্যতের সে একজন সফল শিক্ষিকা হতে চায় । এ জন্য সে সকলের দোয়া কামনা করেছে ।