সিলেট :: সিলেট নগরীর পায়রা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ৩১ মত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৭টায় নগরীর মুহিবুর রহমান একাডেমীর মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পায়রা সমাজকল্যাণ সংঘের সভাপতি ডা. এম এ সালামের সভাপতিত্বে ও পায়রা সমাজকল্যাণ সংঘের রিপন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা, পায়রা সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান দুদু, উপদেষ্ঠা এনামুল হক জুবের, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক মাসুম, জাহাঙ্গীর আহমদ, সহ-সভাপতি অ্যাডভোকেট আলী মোস্তাফা মিশকাতুন নুর, প্রচার সম্পাদক মুদাদ্দিকুননবী, অর্থ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম।
স্বগত বক্তব্য রাখেন- বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার আহবায়ক শাহ ইমদাদুর রহমান।
বক্তব্য রাখেন- এ এম জায়গীরদার বাবলা, শফিকুল হক বেলাল, রাসেল আহমদ, মাহফুজুল আলম শাকিল, ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ, শাহেদুর রহমান শাবলু, আনোয়ার হোসেইন, নাজমুল হক তারেক, নাহিদ আজিজ, ওয়াহিদ আলী শাহ সামি, আব্দুল করিম।
কোরআন তেলাওয়াত করেন- মসিহ্ আল মামদি।