সিলেট:ভাষাশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছড়ামঞ্চ সিলেট আয়োজিত একুশের ছড়াপাঠ ও রংপুর বিভাগীয় ছড়া সংসদের সিনিয়র সহসভাপতি ছড়াশিল্পী মতিয়ার রহমানকে নিয়ে ছড়াড্ডার অনুষ্ঠান আজ ২৩ ফেব্রুয়ারি শনিবার বিকেলে নগরীর সুরমা মার্কেটে অনুষ্ঠিত হয়।
ছড়ামঞ্চ সিলেটের সভাপতি, ছড়াশিল্পী সিরাজ উদ্দিন শিরুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছড়াশিল্পী মোহাম্মদ বাদশা গাজীর পরিচালনায় এসময় লেখাপাঠ ও আলোচনায় অংশ নেন রংপুর মহানগর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন
ছড়াশিল্পী ও উপন্যাসিক মোহাম্মদ আঙ্গুর মিয়া, শীতলপাটি সম্পাদক ছড়াশিল্পী ইমন শাহ। ছড়াশিল্পী কাজি সাহেদ বিন জাফর, নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সেলিম চৌধুরী। বাউল শিল্পী শীতেন বাবু অভিনেত্রী মিলি বেগম, সংগঠক সাজ্জাদ আহমদ প্রমুখ।