জনপ্রিয় ছড়াশিল্পি সিরাজ উদ্দিন শিরুল”র একগুচ্ছো বসন্তের বাসন্তি ছড়া ।
এসো
এসো প্রাণের কাছাকাছি
এসো মন মন্দিরে
সোপান তুলে করি নাচানাচি
নন্দন আর নন্দীরে ।
এসো গোলাপ সুবাসিত হয়ে
নিঝুম রাতের ঝংকারে
আঁধার ছেঁড়ার কালজয়ী কাল
দূর করে সব শঙ্কারে ।
এসো শিউলি বকুল কুড়াই
ফুল মাদুরের শয্যাতে
শাপলা শালুক পাঁপড়ি ছাড়ুক
হারিয়ে যাই লজ্জাতে ।