আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের সিলেটের প্রথম মুসলমান হযরত শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহঃ) এলাকা কুশিঘাট বুরহানাবাদে একই এলাকার মুসলিম লীগের মনোনীত প্রার্থী হাজী আব্দুস সাত্তার হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক সাবেক সরকারি কর্মচারী সমিতির সদস্য সিলেট গণদাবী পরিষদের সদস্য নাগরি হরফনামা বইয়ের সম্পাদক, প্রবীণ হিতৈষী সংস্থার সদস্য সাহিত্যিক ব্যক্তি আনোয়ার উদ্দিন বুরহানাবাদী হারিকেন মার্কার সমর্থনে মনোনয়ন পান।
অপরদিকে একই এলাকার প্রতিবেশী ও আত্মীয় ভাই জামিয়া ইসলাময়িা গাজী বুরহান উদ্দিন (রহঃ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জেলার আমীর, আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত পরিষদের সভাপতি, আলহাজ্ব মাওলানা নাসির উদ্দিন বটগাছ মার্কা মনোনয়ন পান। দুজনই প্রতিদিন ভোটারের দ্বারে দ্বারে তাদের নির্বাচনী ভোট চান।
অন্যান্য প্রার্থীর মতো তারাও নির্বাচিত হলে নানা উন্নয়নের প্রতিশ্র“তি দিচ্ছেন। ৩০ ডিসেম্বর নির্বাচনে কুশিঘাট বুরহানা এলাকায় জনসাধারণ এ দু প্রার্থীর লড়াই দেখবেন। এমনকি সিলেট-১ আসনের ভোটাররা।