সিলেট::সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ পড়ে আছে। ।
গত ১৭ ডিসেম্বর সোমবার ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করে। তাদের মারা যাওয়ার দুদিন হয়ে গেলেও এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি এবং তাদের খোঁজেও কেউ আসেনি। এ নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যায়, গত ৯ ডিসেম্বর ১ জন ও ১৩ ডিসেম্বর আরেকজনকে যে কেউ ওসমানী হাসপাতালের বারান্দায় ফেলে চলে যায়। তাদের অবস্থা সংকটাপন্ন দেখে মেডিকেল কর্তৃপক্ষ একজনকে ৯ ডিসেম্বর ৫নং ওয়ার্ডে ও অপরজনকে ১৩ ডিসেম্বর ১১নং ওয়ার্ডে ভর্তি করান।
পরে চিকিৎসাধীন অবস্থায় ৫নং ওয়ার্ডের রোগী ৭টা ৪০ মিনিটের সময় (স্মারক নং ওমেকহাসি/২০১৮/৬৪১৫, তারিখ- ১৭/১২/২০১৮) ও ১১নং ওয়ার্ডের রোগী (স্মারক নং ওমেকহাসি/২০১৮/৩৮৩, তারিখ- ১৭/১২/২০১৮) ১৭ ডিসেম্বর দুপুর ১টা ৩৫ মিনেটের সময় মৃত্যুবরণ করে বলে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশকে অবগত করা হয়।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। তবে এখন পর্যন্ত এ অজ্ঞাত দুটি লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া। তিনি বলেন- ‘আমরা ৪/৫ দিন অপেক্ষা করবো। এরপর কেউ খোঁজে না আসলে তাদেরকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।
এ দুই ব্যক্তি যদি কারো পরিচিত হয়ে থাকে বা তাদের পরিচয় জেনে থাকেন তাহলে সিলেট কোতোয়ালী মডেল থানায় সরাসরি বা এই দুটি নম্বরে (০১৭৮৬-৬৩৬৫৬-কোতোয়ালী, ০১৭১১-০৫৯৬০৫ -এসআই চন্দ্রশেখর বড়ুয়া) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।