সিলেট৭১নিউজ ডেস্ক:সাতক্ষীরার কালিগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর গ্রামের আব্দুল ওহাবের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, স্থানীয়রা মধ্যবয়সী এক ব্যক্তির অর্ধগলিত লাশ পুকরে ভাঁসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ স্থানীয় তাছের আলীর বাঁশ বাগান সংলগ্ন আব্দুল ওহাবের পুকুর থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনও পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।