সিলেট৭১নিউজ:তীব্র গরমে অতিষ্ঠ সিলেটবাসী জন্য সুখকর কোন বার্তা দিতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছে তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে আগামীকাল শুক্রবার।
বৃহস্পতিবার (১৯ জুলাই) আবহাওয়া বার্তায় বলা হয় সিলেটে আগামীকাল (শুক্রবার) দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
আগামী ২/৩ মধ্যে বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই উল্লেখ করে আবহাওয়া অফিস কর্মকর্তারা জানান, বছরের এমন সময়ে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয়েছে ৬৮ শতাংশ। যা সন্ধ্যা ৬টায় কমে ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।
আজকে সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
যদিও আজকে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বেলা ২টার দিকে গরম ৫১ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে তা কমে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।
বুধবার (১৮ জুলাই) সকাল ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে কোন বৃষ্টিপাত হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া বার্তায় জানানো হয় আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ৫টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে।