ভাগ্য বিধাতাও বোধহয় তার গোলের জন্য এই দিনটিকেই বেছে নিয়েছিলেন। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ। হারলে কিংবা ড্র করলেই বিদায় বিশ্বকাপ থেকে। বিশ্বকাপে সর্বশেষ এই নাইজেরিয়ার বিপক্ষেই সর্বশেষ গোলটি করেছিলেন মেসি। আজকেও আবার বিশ্ব দেখলো মেসিঝলক। ১৪ মিনিটে বানেগার ক্রস থেকে মেসি যখন গোলটি করলেন তখন তার চোখেমুখে রাজ্যজয়ের তৃপ্তি। আবেগে উল্লসিত মেসি দু’হাত উঁচু করে দাদিকে জানালেন, ‘গোলটা তোমার জন্যেই’। প্রথমার্ধে মেসির দেয়া ওই এক গোলেই এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।

পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচটা জিততেই হবে তাদের।

ম্যাচের ১৪ মিনিটে মাঝমাঠ থেকে বানেগার অসাধারণ ক্রস থেকে ডান উরু দিয়ে বল রিসিভ করে বা পা দিয়ে আলতো করে সামনে খোচা দিলেন এবং আরেকটু এগিয়ে গিয়ে ডান পায়ের জোড়ালো শটে গোলরক্ষকের ডান দিক দিয়ে ডান কর্নারে আর্জেন্টিনাকে রক্ষা করার গোলটি করেন লিওনেল আন্দ্রেস মেসি। বিশ্বকাপে ৬৬২ মিনিটের গোলখরা মিটিয়েছেন মেসি আসরের শত তম গোলে নিজের নাম লিখিয়ে।