নিজস্ব প্রতিবেদন :প্রখ্যাত বুজুর্গ শামছুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (র.) এর পবিত্র ইসালে সাওয়াব মাহফিল বড়লেখার ঐতিহাসিক রেলওয়ে  মাঠে আজ রবিবার সকাল ১১টা থেকে মধ্য রাত পর্যন্ত অনুষ্ঠিত হবে।বড়লেখা উপজেলা আনজুমানে আলইসলাহর আয়োজনে মাহফিল চলছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী  ফুলতলী। বিশেষ অতিথির  বয়ান পেশ করছেন দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা বদরুজ্জামান রিয়াদ।বয়ান পেশ করবেন মাওলানা জহিরুল ইসলাম ফরিদি।মাওলানা জিল্লুর রহমান ফারুকী।অলিউর রহমান শফিকী।মাওলানা মকবুল হোসাইন।মুফতি বেলাল আহমদ সাহেব সহ ইসলামিক চিন্তাবিদগন

Manual2 Ad Code

মাহফিলকে সুন্দর ও সফল করে তোলার জন্য দলমত নির্বিশেষে  সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বড়লেখা উপজেলা আল ইসলাহর নেতৃবৃন্দ।

Manual8 Ad Code