সিলেট ৭১ নিউজ:বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপি’র ছোটলেখা বাজার থেকে বৃহস্পতিবার রাতে হাসান আহমদ নামে এক স্কুলছাত্র নিখোজ হয়েছে। সে মোহাম্মদনগর গ্রামের সৌদি প্রবাসি আব্দুর রহিমের ছেলে । হাসান সিলেটের দক্ষিণ সুরমাস্থ মনির আহমদ একাডেমির নবম শ্রেণীর ছাত্র। সিলেট মনির আহমদ একাডেমির নবম শ্রেণীর ছাত্র হাসান আহমদ গত ৩ জানুয়ারী বড়লেখায় গ্রামের বাড়িতে বেড়াতে যায়। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ির পাশের মাঠে সমবয়সীদের সাথে ব্যাডমিন্টন খেলছিল। রাত ৮টার দিকে সে ছোটলেখা বাজারের যায়। এরপর আর বাড়ি ফেরেনি। হাসানের সন্দ্বান না পেয়ে তার পরিবার ও স্বজনেরা গভীর উদ্ভেগ উৎকণ্ঠায় রয়েছেন। সম্ভাব্য সব জায়গা খোজ করে তাকে না পাওয়ায় তার মা নাজমা ইয়াসমিন শুক্রবার বিকেলে বড়লেখা থানায় জিডি করেছেন। এ ব্যাপারে বড়লেখা থানা অফিসার ইনচার্জ সহিদুর রহমান জানান, হাসানকে এখনো পাওয়া যায়নি তবে হাসানের উদ্বার তৎপরতার কাজ চলছে ।
সুত্র:thebnn