সিলেট ৭১ নিউজ ডেস্ক:বরিশাল নগরীতে ঘুষ গ্রহণের সময় জোনাল সেটেলমেন্ট অফিসের পেশকার আবু বকর সিদ্দিককে হাতেনাতে আটক করেছে দুদক। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় বরিশালের সহকারী সেটেলমেন্ট অফিস থেকে ওই পেশকারকে আটক করে দুদক। পরে তাকে কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুঃ আতাউর রহমান জানান, বরিশাল নগরীর জনৈক আব্দুল মান্নান সম্প্রতি জমির পর্চা আনার জন্য সহকারী সেটেলমেন্ট অফিসে যান। পেশকার আবু বকর সিদ্দিক পর্চার জন্য মান্নানের কাছে তখন একলাখ টাকা দাবি করেন। এনিয়ে দর কষাকষির পরে ১০ হাজার টাকায় রাজি হন পেশকার সিদ্দিক। বিষয়টি বরিশাল দুদককে লিখিতভাবে জানান আব্দুল মান্নান। গতকাল সকালে দাবিকৃত ঘুষের টাকা গ্রহণের সময় পেশকার আবু বকর সিদ্দিককে হাতে-নাতে আটক করে দুদক। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এই বিষয়ে দুদকের সহকারী উপ পরিচালক মোঃ আল আমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।