বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরামের নেতৃবৃন্দ। মঙ্গলবার এক বার্তায় সংগঠনের সভাপতি কামরান হোসেন হেলাল, সাধারন সম্পাদক খালেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক নির্ঝর রায় বলেন, অবৈধ সরকার ক্ষমতার নেশায় উন্মাদের মতো আচরণ শুরু করেছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দিশেহারা হয়ে তারা এখন বাংলাদেশের সবচেয়ে বেশিবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের পাঁয়তারা করছে। খালেদা জিয়াকে গ্রেফতার করে অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার অপচেষ্টা কখনোই সফল হবে না। তিনি আরো বলেন, অবৈধ সরকার রাষ্ট্রের সকল স্থরকে ধ্বংস করে দিয়েছে। বিরোধীদলীয় নেতাকর্মীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করছে। সময় থাকতে হত্যা, দমন-পীড়ন বন্ধ করুন। স্বৈরাচারী আচরণ ছেড়ে গণতান্ত্রিক আচরণের সাথে নিজেদের মানানোর চেষ্টা করুন। সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, দেশনেত্রীকে গ্রেফতার করা হলে এর পরিণাম হবে ভয়াবহ, যা এ মুহূর্তে সরকার কল্পনাও করতে পারছে না।