শাহ আলম,গোয়াইনঘাট থেকেঃ সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তিরা উপজেলার উত্তর প্রতাপপুর গ্রামের আবুল হোসেন’র ছেলে হান্নান মিয়া ও হাজিপুর গ্রামের মৃত তুতা মিয়া ছেলে জসিম মিয়া।
পুলিশ সূত্রে জানাযায় বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মতিউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে জাফলং লাখেরপাড় এলাকা থেকে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৭ বোতল মদ উদ্ধার করা হয়।
থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ভারতীয় মদসহ দুই জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন ধৃতদের বিরুধ্যে প্রচলিত আইনে মামলা দ্বায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।