এসবিএন ডেস্কঃ বলিউড সুপারস্টার হৃতিক রোশনের সঙ্গে কঙ্গনা রনৌতের আইনি লড়াই নিয়ে কতো কিছু বলা হলো, লেখা হলো। গত কয়েক বছর চুপিসারে প্রেমে হাবুডুবু খেলেও দু’জনই অন্তরালের অনেক গোপন কথা প্রকাশ্যে এনেছেন।
দু’জনই একে অপরকে ছেড়ে কথা বলেননি। কাদা ছোঁড়াছুঁড়িও কম হয়নি। এরকম নজির বলিউড তারকাদের মধ্যে খুব কমই দেখা গেছে।
হৃতিকের সঙ্গে আইনি লড়াই নিয়ে সংবাদমাধ্যমকে বরাবরই এড়িয়ে গেছেন কঙ্গনা। এ নিয়ে টু শব্দটিও করেননি তিনি। অবশেষে মুখ খুললেন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী।
সম্প্রতি এক অনুষ্ঠানে চলমান বিতর্ককে ঘিরে প্রশ্ন করা হয় কঙ্গনাকে। এ সময় আবেগপ্রবণ হয়ে ওঠেন তিনি। চোখও করছিলো ছলছল। এ ধরনের প্রশ্ন যে তাকে বিচলিত করে তা স্পষ্টই বোঝা গেছে।
পরে নিজেকে সামলে নিয়ে কঙ্গনা বলেছেন, ‘এ ধরনের বিষয় (আইনি ঝামেলা) যে নেতিবাচক প্রভাব ফেলে না তা নয়। এখন আমার একটু অবকাশ দরকার। এ নিয়ে সময় হলেই কথা বলবো।’