এসবিএন বিনোদন ডেস্কঃ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন ঢাকাই চলচ্চিত্রের গুণী অভিনয়শিল্পী পারভীন সুলতানা দিতি। জীবদ্দশায় ২ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে স্থায়ী আসন তৈরি করেন।
ইলিয়াস কাঞ্চন, সোহেল চৌধুরী, জাফর ইকবাল, আফজাল হোসেন, মান্না, প্রসেন জিৎসহ অনেকের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন বাংলা চলচ্চিত্রপ্রেমীদের। দিতি অভিনীত চলচ্চিত্রে অনেক জনপ্রিয় গান রয়েছে।
যেসব গানে দিতি ঠোঁট মিলিয়েছেন, এমন জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ভালোবাসা যত বড়/ জীবন তত বড় নয়, কত যে তোমাকে বেসেছি ভালো, তুমি আজ কথা দিয়েছো প্রভৃতি।
দিতি অভিনীত জনপ্রিয় ১০টি গান নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।