Please Share This Post in Your Social Media
এসবিএন ডেস্ক: কম্বোডিয়ার প্রধানমন্ত্রী তার ফেসবুক পেজের জন্য লাইক কেনার কথা অস্বীকার করেছেন।
দেশটির বিরোধীদলীয় নেতার অভিযোগ, প্রধানমন্ত্রী কৃত্রিমভাবে তার জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন। এর জন্য নিজের ফেসবুক পেজের জন্য লাইক কিনেছেন তিনি।
৬৩ বছর বয়সী হুন সেন প্রতিদিনই ফেসবুকে আপডেট দেন। তার দেয়া পোস্টগুলোর বেশির ভাগই তার প্রাত্যহিক কাজকর্ম নিয়ে।
গত সেপ্টেম্বরে ফেসবুকে নিজের পেজ খুলেন তিনি। অল্প কিছুদিনেই ৩২ লাখ লাইক পড়েছে পেজটিতে।
গত সপ্তাহে দেশটির গণমাধ্যম নম পেন পোস্টের খবরে জানানো হয়, হুন সেনের ফেসবুক পেজে সম্প্রতি যে লাইক পড়েছে তার অধিকাংশই বিদেশি একাউন্ট থেকে পাওয়া।
এর মধ্যে ভারত থেকে আড়াই লাখ, ফিলিপাইন থেকে এক লাখ, মিয়ানমার ও ইন্দোনেশিয়া থেকে ৪৬ হাজারের বেশি লাইক রয়েছে।
প্রধানমন্ত্রীর যুক্তি, ভারত থেকে লাইক পাওয়া প্রমাণ করে সেখানকার জনগণ আমাকে স্বীকৃতি দিয়েছে। সূত্র: বিবিসি
Related