বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা এবং সিলেট বিভাগীয় পর্যবেক্ষকদের সুপারিশ অনুযায়ী সিলেট মহানগর ছাত্রলীগের ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ১৯ ডিসেম্বর ২০১৪ তারিখে অনুমোদিত হয়।
এই কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতা কবির হাসান এবং সৈয়দ শাহ আলম (এস এস আলম)। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২ (দুই) বছর, যা ১ ডিসেম্বর ২০১৪ থেকে ৩০ নভেম্বর ২০১৬ পর্যন্ত কার্যকর থাকবে।
নেতৃত্বে আসছেন তরুণ ও উদ্যমী ছাত্রনেতারা নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেটের সুপরিচিত ছাত্রনেতা আব্দুল বাচিত রুমন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আলিম তুষার।
পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হচ্ছেন: সভাপতি: আব্দুল বাচিত রুমন ও সাধারণ সম্পাদক: আব্দুল আলিম তুষার সহ-সভাপতি: মো. কামরুল হাসান সহ-সভাপতি: সায়েম আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক: মাহমুদুর রহমান সাংগঠনিক সম্পাদক: রায়হান কবির
দপ্তর সম্পাদক: সালাহ উদ্দিন আহমেদ প্রচার সম্পাদক: রাকিব আহমেদসাহিত্য সম্পাদক: আবু সাঈদ তথ্য ও গবেষণা সম্পাদক: সুমন ইসলাম সমাজসেবা সম্পাদক: মাহি হোসেন ক্রীড়া সম্পাদক: তানভীর মাহমুদসংস্কৃতি সম্পাদক: ইয়াছিন রানাবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: হোসাইন আহমেদ ধর্ম বিষয়ক সম্পাদক: রবিউল ইসলাম পরিবেশ বিষয়ক সম্পাদক: শাহিন মিয়া ছাত্রী বিষয়ক সম্পাদক: তানিয়া বেগম স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক: জুবায়ের হোসেন সহ-সম্পাদক: সাকিব আহমেদ সহ-সম্পাদক: সিফাত রায়হান সহ-সম্পাদক: জাহিদুল ইসলাম
স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসনবগঠিত কমিটি ঘোষণার পর থেকেই সিলেট মহানগর ও শহরজুড়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে নতুন নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। নতুন কমিটির নেতারা ইতোমধ্যেই দায়িত্ব পালনের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং সিলেট মহানগর ছাত্রলীগকে একটি আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।