 
								
                            
                       সিলেট৭১নিউজ: কানাইঘাট সদর ইউনিয়নের ছোটদেশ নিবাসী নয়াফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আতাউর রহমান(কুটি মাস্টার) আর নেই। সোমবার (১২ এপ্রিল) ভোরে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর (আনুমানিক)।
তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। একজন সৎ, আদর্শবান শিক্ষক হিসেবে তিনি এলাকায় পরিচিত ছিলেন। মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর দারুস সুন্নাহ ছোটদেশ চটিগ্রাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে এবং পরে তাঁর লাশ ছোটদেশ নয়াফৌদ গ্রামের কবরস্থানে দাফন করা হবে।
সিলেট৭১নিউজ/টিজা