স্টাফ রিপোর্টার : সিলেটের সোবহানীঘাটে দুই ছাত্রলীগ কর্মীকে কোপানের ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবীতে চৌহাট্টা পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নগরের আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে দুই ছাত্রলীগে কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মহানগর ছাত্রলীগের মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি নগরের চৌহাট্টা পয়েন্ট এলাকায় পৌছালে নেতাকর্মীরা চৌহাট্টা-জিন্দাবাজরা-আম্বরখানা-মিরবক্সটুলা-রিকাবীবাজার সড়ক অবরোধ করে রাখে। বিকেল পৌনে ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলছিল। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত রয়েছেন মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য জায়েদুর রহমান জায়েদসহ প্রায় তিনশাতাধিকব নেতাকর্মী।