কুলাউড়া প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার চালানোর অভিযোগে সাবেক ছাত্র শিবির নেতা মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১০ মার্চ ) বিকেল ৩টায় কুলাউড়া পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।\
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুলাউড়া উপজেলা সমন্বয়ক নাহিদুর রহমান বলেন, “দেশকে স্বৈরাচার মুক্ত করতে ছাত্র-জনতা রক্ত দিয়েছেন, কিন্তু কিছু স্বৈরাচারের দোসর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও উসকানিমূলক প্রচারণা চালাচ্ছে।” সমাবেশে অভিযোগ করা হয়, উপজেলার ভবানীপুর এলাকার মো. বারিক মিয়ার ছেলে মো. হাবিবুর রহমান (২৫) তার ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে বর্তমান সরকার ও ছাত্র আন্দোলনের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। বক্তারা দাবি করেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে তাকে কঠোর প্রতিরোধের মুখে পড়তে হবে। প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের নেতা লিংকন তালুকদার, জাহিদুল ইসলাম, আদনান চৌধুরী, জাকির আহমদ, সাকেল আহমদ, সাইফুল ইসলাম, মুন্সি মুজাদ্দিদ, সাদিম আশরাফ, খাইরুল ইসলাম রুমেল, ইব্রাহিম আলী, হোসনে আরা মীম আয়েশা প্রমুখ। সমাবেশ শেষে বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।