September 18, 2025, 4:09 pm

সংবাদ শিরোনাম :
ব্যবসায়ী আলী হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টায় রিয়াজ মেম্বারের ভাই গ্রেফতার বড়লেখার রাজনীতিতে পরীক্ষিত নেতৃত্ব প্রভাষক ফখরুল ইসলাম বাংলাদেশীদের জন্য দুবাইয়ের গোল্ডেন ভিসা উত্তরা বিমান দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৩৩, হাসপাতালে চিকিৎসাধীন ৫০ : প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আগস্টে নতুন জুলাই সংবিধান আদায়ের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশের ডাক এনসিপির রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু, চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে ৩ মাইলস্টোন ট্র্যাজেডি: শিশুর লাশে ভরে গেল ক্যাম্পাস, ২৫ জন আশঙ্কাজনক সিলেট মহানগরীর ১৪নং ওয়ার্ডে তালামীয ইসলামিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি সাংবাদিকের উপরে মিথ্যা মামলা কোম্পানীগঞ্জে ফ্যাসিস্টের দোসরদের পুণর্বাসন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে বিএনপি নেতার উপর হামলা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার শুরু কুলাউড়ায় বিএসএফের গুলি, বাংলাদেশির লাশ তুলে নিল ভারত মাহি-শাবাব হত্যার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি যুক্তরাজ্যে ছবি ভাইরাল: নবীগঞ্জে ওয়ালিদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ কুলাউড়া সীমান্তে আবারও পুশইন, ১৪ জন আটক ওসমানী হাসপাতালে সাবেক মন্ত্রী ইমরান আহমদ সিলেট সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে আটক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ছাত্রশিবিরের কোরআন কুইজে হিন্দু শিক্ষার্থীর বিজয় সারা দেশে গণজমায়েতের ডাক এনসিপির প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেয়া হবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের আপিল শুনানি শেষ, রায় ২৭ মে এম.সি কলেজ তালামীযের কাউন্সিল সম্পন্ন সিলেটে এবার বিষ্ফোরক আইনে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা স্বেচ্ছাসেবকদল নেতা মিজানকে জড়িয়ে অপপ্রচারের নিন্দা ও হুমকিদাতাকে গ্রেফতারের দাবি সিলেটে সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠ সহকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: ষড়যন্ত্রমূলক দাবি পরিবারের সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত দিরাইয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৬ ফেঞ্চুগঞ্জ সড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
আজ প্রাথমিক শিক্ষা সমাপনী শুরু, সিলেটে মোট পরীক্ষার্থী ১ লাখ ৮৩ হাজার ৮ জন

আজ প্রাথমিক শিক্ষা সমাপনী শুরু, সিলেটে মোট পরীক্ষার্থী ১ লাখ ৮৩ হাজার ৮ জন

Please Share This Post in Your Social Media

সিলেট বিভাগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গতবারের তুলনায় এবার ৪০ হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী কমেছে। তবে বেড়েছে ১১টি পরীক্ষা কেন্দ্র। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৮ জন। গত বছর ২ লাখ ২৩ হাজার ৬৯৭ জন পরীক্ষার্থী ছিল। আজ রোববার থেকে একাদশ বারের মতো সারা দেশের ন্যায় সিলেট বিভাগের ৬৫৪টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৮১ হাজার ৭৯৯ জন ও ছাত্রী ১ লাখ ১ হাজার ২০৯ জন। আজ রোববার ইংরেজি, আগামী সোমবার বাংলা, মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বুধবার প্রাথমিক বিজ্ঞান, বৃহস্পতিবার ধর্ম ও নৈতিক শিক্ষা ও রোববার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হবে বেলা ১ টায়। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্যে অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
পর্যালোচনায় দেখা গেছে, এবার সিলেট জেলার মোট পরীক্ষার্থী ৬৫ হাজার ৮৬ জন। গতবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৫ হাজার ৯৩ জন।
এ হিসাবে এবার ১০ হাজার ৭ জন পরীক্ষার্থী কমেছে। সুনামগঞ্জ জেলায় গতবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৭ হাজার ২৫৩ জন। এবার মোট পরীক্ষার্থী ৪৭ হাজার ২৮ জন। এ তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ১০ হাজার ২২৫ জন। হবিগঞ্জ জেলায় এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৪২ জন। গতবারের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭ হাজার ৩৫২ জন। গতবারের তুলনায় এবার ১০ হাজার ৩১০ জন পরীক্ষার্থী কমেছে। মৌলভীবাজার জেলায় গতবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৩ হাজার ৯৪৬ জন। এবার পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৮৫২ জন। গতবারের তুলনায় এবার ১০ হাজার ৯৪ জন পরীক্ষার্থী কমেছে। গত বছর সিলেট বিভাগের ৪ জেলার ৩৯ উপজেলায় মোট পরীক্ষা কেন্দ্র ছিল ৬৪৩টি। এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৬৫৪টি। গত বছরের তুলনায় এবার ১১টি পরীক্ষা কেন্দ্র বেড়েছে।
পর্যালোচনায় আরো দেখা যায়, গতবার সিলেট বিভাগে ছাত্র সংখ্যা ছিল ১ লাখ ২শ’ ৭৩ জন। এবার ছাত্র সংখ্যা হল ৮১ হাজার ৭৯৯ জন। এ হিসেবে গতবারের চেয়ে এবার ১৮ হাজার ৪৭৪ জন ছাত্র কমেছে। গত বছর ছাত্রী সংখ্যা ছিল ১ লাখ ২৩ হাজার ৪২৪ জন। এবার ছাত্রী সংখ্যা ১ লাখ ১ হাজার ২০৯ জন। তুলনামূলকভাবে গতবারের চেয়ে এবার ২২ হাজার ২১৫ জন ছাত্রী কমেছে। গতবারের চেয়ে এবার ছাত্রী সংখ্যাই বেশি কমেছে বলে পর্যালোচনায় দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার ৩৯ উপজেলার মধ্যে সর্বোচ্চ পরীক্ষার্থী সিলেট সদর উপজেলায়। এ উপজেলার পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৯৫৩ জন। আর সর্বনি¤œ পরীক্ষার্থী হচ্ছে শাল্লা উপজেলায়। এ উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬১৬ জন। সর্বোচ্চ ৩৮টি পরীক্ষা কেন্দ্র ছাতক উপজেলায়। ফেঞ্চুগঞ্জ, লাখাই ও আজমিরীগঞ্জ উপজেলায় সর্বনি¤œ ৯টি করে পরীক্ষা কেন্দ্র রয়েছে।
জানা গেছে, সিলেট সদর উপজেলায় ২৮ কেন্দ্রে ১৩ হাজার ৯৫৩ জন, কানাইঘাট উপজেলায় ১৭ কেন্দ্রে ৫ হাজার ৮২২ জন, বালাগঞ্জে ১২ কেন্দ্রে ২ হাজার ২০৯ জন, বিশ্বনাথে ১৫ কেন্দ্রে ৪ হাজার ৪৬২ জন, ফেঞ্চুগঞ্জে ৯ কেন্দ্রে ২ হাজার ২ জন, জৈন্তাপুরে ১০ কেন্দ্রে ৩ হাজার ১০ জন, গোয়াইনঘাটে ২১ কেন্দ্রে ৫ হাজার ৮৯২ জন, গোলাপগঞ্জে ১৯ কেন্দ্রে ৬ হাজার ৩২৩ জন, কোম্পানীগঞ্জে ১২ কেন্দ্রে ২ হাজার ৮৮৩ জন, জকিগঞ্জে ১৫ কেন্দ্রে ৫ হাজার ১৫৫ জন, বিয়ানীবাজারে ২২ কেন্দ্রে ৪ হাজার ৭৯২ জন, দক্ষিণ সুরমায় ২১ কেন্দ্রে ৫ হাজার ১১২ জন ও ওসমানীনগর উপজেলার ১৪ কেন্দ্রে ৩ হাজার ৪৭১ জন পরীক্ষার্থী অংশ নেবে। সিলেট জেলার ২১৫ কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজার ৮৬ জন। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ৬০৪ জন ও ছাত্রী ৩৫ হাজার ৪৮২ জন।
সুনামগঞ্জ সদর উপজেলার ১৯ কেন্দ্রে ৬ হাজার ৫৪৭ জন, দোয়ারাবাজারে ১০ কেন্দ্রে ৪ হাজার ৫৬৫ জন, বিশ্বম্ভরপুরে ১১ কেন্দ্রে ৩ হাজার ৬৪ জন, ছাতকে ৩৮ কেন্দ্রে ৮ হাজার ২৫ জন, তাহিরপুরে ১৬ কেন্দ্রে ৩ হাজার ৯৭৭ জন, জামালগঞ্জে ১২ কেন্দ্রে ২ হাজার ৬০৭ জন, ধর্মপাশায় ১৯ কেন্দ্রে ৩ হাজার ৮৯৪ জন, শাল্লায় ১০ কেন্দ্রে ১ হাজার ৬১৬ জন, দিরাইয়ে ১৫ কেন্দ্রে ৪ হাজার ৮১১ জন, জগন্নাথপুরে ১৯ কেন্দ্রে ৪ হাজার ২০৩ জন ও দক্ষিণ সুনামগঞ্জের ১৮ কেন্দ্রে ৩ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। সুনামগঞ্জ জেলার ১৮৭ কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা ৪৭ হাজার ২৮ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮১৯ জন ও ছাত্রী ২৬ হাজার ২০৯ জন।
হবিগঞ্জ সদর উপজেলার ২৩ কেন্দ্রে ৬ হাজার ৫০৫ জন, নবীগঞ্জের ২০ কেন্দ্রে ৫ হাজার ৮১১ জন, মাধবপুরের ১৯ কেন্দ্রে ৫ হাজার ৭৯১ জন, বানিয়াচংয়ের ২৪ কেন্দ্রে ৫ হাজার ৮৮৬ জন, লাখাইয়ে ৯ কেন্দ্রে ২ হাজার ৬৮৩ জন, আজমিরীগঞ্জের ৯ কেন্দ্রে ১ হাজার ৯৬৭ জন, বাহুবলের ১৬ কেন্দ্রে ৩ হাজার ২৯৬ জন ও চুনারুঘাটের ২২ কেন্দ্রে ৫ হাজার ১০৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। হবিগঞ্জ জেলার ১৪২ কেন্দ্রের পরীক্ষার্থী ৩৭ হাজার ৪২ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ৭০৭ ও ছাত্রী ২১ হাজার ৩৩৫ জন।
মৌলভীবাজার সদর উপজেলার ২২ কেন্দ্রে ৬ হাজার ৩৬৬ জন, কমলগঞ্জে ১৯ কেন্দ্রে ৪ হাজার ৩৩৩ জন, কুলাউড়ায় ১৫ কেন্দ্রে ৬ হাজার ২৮০ জন, রাজনগরে ১০ কেন্দ্রে ৪ হাজার ৪০৬ জন, বড়লেখায় ১৭ কেন্দ্রে ৪ হাজার ৯৮৬ জন, শ্রীমঙ্গলে ১৭ কেন্দ্রে ৪ হাজার ৯৩৫ জন ও জুড়ী উপজেলার ১০ পরীক্ষা কেন্দ্রে ২ হাজার ৫৪৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। মৌলভীবাজার জেলার ১১০ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৮৫২ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ৬৬৯ জন ও ছাত্রী ১৮ হাজার ১৮৩ জন।
প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপ-পরিচালক এ.কে.এম সাফায়েত আলম জানান, সুন্দর পরিবেশে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে এজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-শিক্ষকসহ সংশ্লিষ্টদেরকে ইতোমধ্যে দায়িত্ব পালনের জন্যে সংশ্লিষ্ট কেন্দ্রসমূহে প্রেরণ করা হয়েছে। কোমলমতি শিশুদের জীবনে এটিই প্রথম গুরুত্বপূর্ণ সমাপনী পরীক্ষা। তিনি বলেন, জন্ম হার কমে যাওয়ার কারণেই গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে। কেবল সিলেট অঞ্চলই নয় গতবারের চেয়ে এবার সারাদেশেই পরীক্ষার্থীর সংখ্যা কম।





Calendar

September 2025
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  



  1. © সর্বস্বত্ব সংরক্ষিত © 2017 sylhet71news.com
Design BY Sylhet Hosting
sylhet71newsbd